তোমাদের রাণী ধারাবাহিকটির থেকেও বেশি জনপ্রিয় এই ধারাবাহিকের দুই মুখ্য চরিত্র। রাণী ওরফে অভিকা এবং দুর্জয় ওরফে অর্কপ্রভ দুজনেই নবাগত। কিন্তু হলে কী হবে, প্রথম ধারাবাহিকেই তাঁদের রসায়ন জমে হিট। তাঁদের দুষ্টুমি, অভিমান, ঝগড়া দেখতে ভীষণই ভালোবাসেন দর্শকরা। তবে খালি পর্দায় নয়, পর্দার পিছনেও তাঁদের সম্পর্কটা অনেকটা টম অ্যান্ড জেরির মতোই। কিন্তু বন্ধুত্ব যতই থাক সবার সামনে যখন কোনও ঘনিষ্ট দৃশ্যে অভিনয় করতে হয় কেমন লাগে? কোনও অস্বস্তি কাজ করে? এই বিষয়ে সম্প্রতি মুখ খুললেন দুর্জয় ওরফে অর্কপ্রভ।
সবার সামনে চুম্বন দৃশ্যের শ্যুটিং! অসুবিধা হয় কোনও দুর্জয় - রাণীর?
এই প্রসঙ্গে টিভি ৯ বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিকা মালাকার অর্থাৎ রাণী জানান, 'যখন প্রথম প্রথম কাজ শুরু করি তখন একটু অসুবিধা হতো। কিন্তু এখন অনেকটাই ধাতস্থ হয়ে গিয়েছি। এখানে সকলেই ভীষণ হেল্পফুল। বলে দেয় কী করতে হবে না হবে।'
আর এই বিষয়ে অ্যাংরি ইয়ং ম্যান দুর্জয়ের কী মত? অর্কপ্রভ জানান, ' বিষয়টা খুব একটা চাপের নয় একদমই। আসলে আপাত ভাবে সবার যেমনটা মনে হয় ব্যাপারটা ঠিক তেমনটা নয়। শ্যুটিং তো আর ওভাবে হয় না। তাছাড়া জড়তাও আগেই কেটে যায়।'
তোমাদের রাণী প্রসঙ্গে
তোমাদের রাণী ধারাবাহিকটি স্টার জলসায় প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সম্প্রচারিত হয়। এখানে অর্কপ্রভ, অভিকা ছাড়াও অন্যান্য দৃশ্যে আছেন রিমঝিম মিত্র, মধুপ্রিয়া চৌধুরী, শঙ্কর চক্রবর্তী, প্রমুখ।