বাংলা নিউজ > বায়োস্কোপ > Prosenjit-Dhiyan: বুম্বা মামার কোল থেকে নামছে না ধিয়ান! মোহর-দুর্নিবার পুত্রের অন্নপ্রাশনে আর কারা এল?

Prosenjit-Dhiyan: বুম্বা মামার কোল থেকে নামছে না ধিয়ান! মোহর-দুর্নিবার পুত্রের অন্নপ্রাশনে আর কারা এল?

বুম্বা মামার কোল থেকে নামছে না ধিয়ান! মোহর-দুর্নিবার পুত্রের অন্নপ্রাশনে কারা এল

Prosenjit-Dhiyan: বুম্বা মামা-র কোলে চড়েই বাবার গান শুনল দুর্নিবার পুত্র। প্রসেনজিৎ-এর কোল থেকে নামতেই চাইল না খুদে। 

নিজে দাঁড়িয়ে থেকে নিজের আপ্ত সহায়কের বিয়ে দিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ২০২৩ সালের ৯ মার্চ গায়ক দুর্নিবার সাহার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন প্রসেনজিৎ-এর আপ্ত সহায়ক মোহর ওরফে ঐন্দ্রিলা সেন। গায়ক দুর্নিবার সাহা-র দ্বিতীয় স্ত্রী মোহর। তাই সেই বিয়ে নিয়ে কম জলঘোলা হয়নি। কিন্তু নিন্দকদের মুখে ঝামা ঘষে পরস্পরের হাত শক্ত করে ধরেছিলেন দুর্নিবার-মোহর। আরও পড়ুন-‘আমাদের ধিয়ান…’, ২য় বিয়ে নিয়ে শুনতে হয় কটাক্ষ! ৫ মাসের ছেলের সঙ্গে আলাপ করালেন দুর্নিবার

প্রেমিক-প্রেমিকা, স্বামী-স্ত্রীর পর এখন তাঁরা দায়িত্বশীল বাবা-মা। চলতি বছর ফেব্রুয়ারি মাসে অর্থাৎ বিয়ের ১১ মাসেই মোহরের কোল আলো করে আসে রাজপুত্র। ৬ মাসে অনুষ্ঠিত হল ধিয়ানের অন্নপ্রাশনের অনুষ্ঠান। এই অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতেও সেই বুম্বাদা। গত রবিবার নিয়ম মেনে মুখেভাতের অনুষ্ঠান হয়েছিল দুর্নিবার পুত্রের। সেটা ছিল ঘরোয়া আয়োজন। শনিবার রাতে ধুমধাম করে ছেলের অন্নপ্রাশন সেলিব্রেট করলেন মোহর-দুর্নিবার। সেখানেই প্রসেনজিৎ-ধিয়ানের মিষ্টি মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে।

একডালিয়ার এক ব্যাঙ্কোয়েট হলে জমকালো অনুষ্ঠান। ধিয়ানকে আর্শীবাদ দিতে শুধু প্রসেনজিৎ নন, পৌঁছেছিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা, রিচা শর্মারাও। এদিন পাঞ্জাবিতে একদম বাঙালি বাবু লুকে ধরা দিলেন প্রসেনজিৎ, ধিয়ান নিজেও শুরুতে ধুতি-পাঞ্জাবি পরেছিল। যদিও সময় গড়াতেই সেই পোশাক ছেড়ে সাদা প্রিন্টেট গেঞ্জিতে আর হাফ প্যান্টে সাজল খুদে। বুম্বা মামা-র কোলে উঠে মন দিয়ে শুনল বাবার গান। হ্যাঁ, এদিন মাইক হাতে গাইতেও শোনা গেল দুর্নিবারকে।

ধিয়ানের অন্নপ্রাশন
ধিয়ানের অন্নপ্রাশন

ছেলের অন্নপ্রাশনে লাল পেড়ে ঘি রঙা শাড়িতে সাজলেন ঐন্দ্রিলা। দুর্নিবার আর ছেলের দেখা মিলল একই রঙা পাঞ্জাবিতে।

প্রথম বিবাহবার্ষিকীর ঠিক আগেই মা হন দুর্নিবার ঘরণী। গত রবিবারই প্রথম সোশ্যাল মিডিয়ায় ছেলের একগুচ্ছ ছবি ভাগ করে নেন দুর্নিবার-মোহর। ফর্সা, টুকটুকে, মাথায় এক ঢাল চুল ধিয়ানের।

ছবির ক্যাপশনে গায়ক লিখেছিলেন, ‘অন্ধকার তো সবাই চেনে, তুই শুধু ভালোটাই খুঁজিস। মিথ্যে তো বড়ই সহজ, তুই শুধু সত্যিটাই বলিস। তুই শুধু ‘তুই‘ হয়ে বেড়ে ওঠ। আমাদের ধিয়ান’। বিয়ের পর চট জলদি মা হওয়া প্রসঙ্গে মোহর জানিয়েছিলেন, সন্তান নেওয়ার ইচ্ছে দুজনেরই ছিল। বিয়ের পর আর দেরি করতে চাননি, মা হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন চটপট।

২০১৭তে আইনি বিয়ে হয়েছিল মিনাক্ষী আর দুর্নিবারের। তারপর একসঙ্গেই থাকতেন। ২০২১-এর ফেব্রুয়ারির শেষে সাত পাক ঘোরেন মীনাক্ষী-দুর্নিবার। কিন্তু মাসখানেক যেতে না যেতেই তাল কাটে। আর দুটো প্রাপ্ত বয়স্ক মানুষ যখন বুঝতে পারে, একে-অপরের সঙ্গে থাকতে পারছেন না আর, আলাদা হয় পথ। ২০২১-এর ডিসেম্বরেই অফিসিয়ালি ডিভোর্স হয় তাঁদের। তারপর ২০২৩-এর মার্চে বিয়ে করে নতুন জীবন শুরু করেন দুর্নিবার-মোহর। তবে তাতেই নজর লেগেছিল সামাজিক মাধ্যমে থাকা কিছু নীতি পুলিশের। মোহরকে ঘরভাঙানি কটাক্ষও শুনতে হয়েছিল। তবে সেই বিতর্ক এখন থিতু হয়েছে। ছেলেকে নিয়ে ভরা সংসার দুজনের।

 

 

বায়োস্কোপ খবর

Latest News

৬৭ মিনিট বেঞ্চে বসে এমবাপে!বেলজিয়ামের বিপক্ষে জয় নিশ্চিত করলেন দেম্বেলে-মুয়ানি… সিংহ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১০ সেপ্টেম্বরের রাশিফল কর্কট রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১০ সেপ্টেম্বরের রাশিফল বৃষ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১০ সেপ্টেম্বরের রাশিফল মিথুন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১০ সেপ্টেম্বরের রাশিফল সোমবার শুনানির পর আশাহত অপরাজিতা, ক্ষোভ উগরে উৎসবে ফেরা নিয়ে বললেন 'দশমীর আগে…' মেষ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১০ সেপ্টেম্বরের রাশিফল ‘বিলকুল রিস্ক নেহি লেনে কা’! পাকিস্তানে বাংলাদেশ জিততেই তড়িঘড়ি দলে ডাক বুমরাহর উৎসবের বিরোধিতা, এদিকে সিনেমার পোস্টার শেয়ার! স্বস্তিকাকে কটাক্ষ TMC-র 'যদি মমতার ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটত…', কড়া ভাষায় জবাব RG করের তরুণী মায়ের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.