বাংলা নিউজ > বায়োস্কোপ > Durnibar-Oindrila Weeding: দ্বিতীয় বিয়ে করে চরম কটাক্ষের মুখে দুর্নিবার, আইনি পথে হাঁটতে চলেছেন নবদম্পতি?

Durnibar-Oindrila Weeding: দ্বিতীয় বিয়ে করে চরম কটাক্ষের মুখে দুর্নিবার, আইনি পথে হাঁটতে চলেছেন নবদম্পতি?

দ্বিতীয় বিয়ে করে চরম কটাক্ষের মুখে দুর্নিবার

Durnibar-Oindrila Weeding: ৯ মার্চ দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসেন গায়ক দুর্নিবার সাহা। গাঁটছড়া বাঁধেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জনসংযোগ আধিকারিক ঐন্দ্রিলার সঙ্গে। তারপরই তাঁকে পড়তে হয় চরম কটাক্ষের মুখে।

৯ মার্চ দ্বিতীয়বার ছাদনাতলায় গেলেন দুর্নিবার সাহা। বিয়ে করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জনসংযোগ আধিকারিক ঐন্দ্রিলা সেনকে। কিন্তু তাঁদের বিয়ের পর থেকেই শুরু হয় চরম ট্রোলিং। দু'বছরে দুটো বিয়ে করার জন্যই মূলত তাঁকে এই কটাক্ষের মুখে পড়তে হয়।

কলকাতার একটি আলিশান হোটেলে ৯ মার্চ গাঁটছড়া বাঁধেন মোহর এবং দুর্নিবার। তাঁদের বিয়েতে টলিউডের একটা বড় অংশ উপস্থিত ছিল। অনেকেই তাঁদের সঙ্গে ছবি তুলে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তাঁদের আশীর্বাদ জানান। সঙ্গে সেই সব পোস্টে আসতে থাকে নানা কটূ কথা, বিদ্রুপ।

দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন সারেগামাপা খ্যাত গায়ক দুর্নিবার। ২০২১ সালে প্রথমবার তাঁর প্রথম স্ত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে সামাজিক ভাবে বিয়ে করেন, যদিও তাঁদের ২০১৭ সালেই রেজিস্ট্রি হয়ে গিয়েছিল। কিন্তু সামাজিক বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই ২০২২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। গায়কের জীবনে আসে নতুন প্রেম। সামাজিক ভাবে স্বীকৃতি দেন তিনি। বিয়েও করলেন প্রেমের বয়স এক বছর পেরোনোর আগেই। আর সেই নিয়েই নেটিজেনদের একাংশ তাঁদের নিয়ে বিদ্রুপ শুরু করেছেন।

কৌশিক গঙ্গোপাধ্যায় এবং সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় সহ অনেকেই তাঁদের সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান। আর তাঁদের সেই পোস্টেগুলোতেই ওঠে কটাক্ষের ঝড়। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন নবদম্পতি।

ওটিটি প্লেকে দেওয়া সাক্ষাৎকারে দুর্নিবার জানান, 'মোহর আর আমি একে অন্যকে ভীষণ ভালোবাসি। ভবিষ্যতেও ট্রোলাররা আমাদের একসঙ্গে দেখতে পাবেন সোশ্যাল মিডিয়ায়। আমরা যেটার মুখোমুখি হলাম এখন সেটার সম্মুখীন হওয়া সত্যি কঠিন কাজ ছিল। কিন্তু তাও আমরা চেষ্টা করছি সেটার সঙ্গে ডিল করার।'

এত খারাপ মন্তব্য, কুরুচি আক্রমণের পর কি তাঁরা কোনও আইনি পথে হাঁটতে চলেছেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'আমি আর মোহর আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেব। কিন্তু আমি এমন একাধিক পোস্ট দেখেছি যা শালীনতার মাত্রা ছাড়িয়ে গিয়েছে। আমি দেখব যদি একটা কমপ্লেন করা যায়।'

দুর্নিবার বেশ ম্যাচিওরিটির সঙ্গে ব্যাপারটার সঙ্গে মোকাবিলা করলেও ঐন্দ্রিলা কিন্তু বেশ ভেঙে পড়েছেন। তিনি বলেন, 'এটাই প্রথমবার নয় যে কেউ দ্বিতীয় বিয়ে করলেন। আমরা তো কোনও অনৈতিক কাজ করিনি। দুর্নিবারের ডিভোর্সটা তো লিগ্যাল ঠিক যেমন আমাদের বিয়েটা।' তবে যতই খারাপ কথার বাণ উড়ে আসুক না কেন এই নবদম্পতির দিকে। তাঁরা স্বীকার করে নিয়েছেন যে তাঁরা এগুলোর থেকে অনেক বেশি ভালোবাসা পেয়েছেন সকলের থেকে। দুর্নিবারের কথায়, 'আমি মোহরকে ভালোবাসি, আর সেটা ঘৃণার থেকে অনেক বেশি শক্তিশালী।'

বায়োস্কোপ খবর

Latest News

এই সূর্যগ্রহণ ৫ রাশির জন্য তৈরি করবে প্রতিকূল পরিস্থিতি, থাকতে হবে খুব সতর্ক থ্রেট কালচারে যুক্ত থাকার অভিযোগে শাস্তি পাওয়া চিকিৎসক পেলেন 'পুরস্কার'! অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা কলকাতায়, বাংলার আরও জেলা ভাসবে নিম্নচাপের জেরে রাত ২.৩০-এ ম্যাসেজ করে রুমে ডাকত- রোহিতকে নিয়ে বড় রহস্য ফাঁস করলেন পীযূষ চাওলা ‘বাংলাদেশে মন্দির পাহারা দেবার জন্য মাদ্রাসার ছাত্রদের বসিয়ে…’: তসলিমা নাসরিন বিয়ের পিঁড়িতে সৌমিতৃষা, কনের সাজেও চোখমুখ ঘিরে চাপা টেনশন-ভয়, সেই ছবি এল সামনে প্রথম স্ত্রীর মৃত্যুর একবছর পর বিয়ে কল্পনা দাসকে, CJI-এর অর্ধাঙ্গিনী বাঙালিই নন! CBI জেরার মুখে তৃণমূলের চিকিৎসক MLA, কী বললেন উত্তরবঙ্গ লবির অন্যতম 'মুখ'? আত্মবিশ্বাসী জোসে মোলিনা, নিজেদের সেরাটা দেওয়ার অঙ্গীকার নিলেন মোহনবাগান কোচের পাকিস্তানকে হারালেও ভারতের উপর চাপ তৈরি করতে পারবে না বাংলাদেশ- দীনেশ কার্তিক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.