ইডির তরফে শুক্রবার, ২৯ নভেম্বর একাধিক ব্যক্তির বাড়িতে হানা দেওয়া হয়েছে আর তাঁদের মধ্যে আছেন শিল্পা শেট্টির বর রাজ কুন্দ্রাও। এদিন মুম্বই এবং উত্তর প্রদেশের প্রত ১৫ টি জায়গায় সার্চ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে অর্থ তছরুপের কেস যেমন আছে সঙ্গে ব্লু ফিল্ম বানানো এবং সেগুলোকে মোবাইল অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার কেসেও এই সার্চ অপারেশন চালালো এদিন ইডি। প্রসঙ্গত ২০২১ সালের জুলাই মাসে রাজ কুন্দ্রাকে গ্রেফতার করেছিল মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চ। সেই সময় অর্থ তছরুপ থেকে ব্লু ফিল্মে টাকা ঢালার জন্যই ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট এবং ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী কেস করা হয়।
আরও পড়ুন: বিশ্বজুড়ে ৪০০ কোটি আয়ের পর এবার দেশেও ২৫০ কোটির গণ্ডি পার ভুল ভুলাইয়া ৩-র! কী হাল সিংঘম এগেনের?
যাঁরা জানেন না তাঁদের উদ্দেশ্যে জানাই ২০২১ সালের জুলাই মাসে একাধিক কেসে রাজ কুন্দ্রাকে গ্রেফতার করা হয়। এরপর বেল পেয়ে বাইরে আসেন তিনি। ২০২২ সালের ১৩ ডিসেম্বর তাঁকে সেই বেল দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে খালি রাজ কুন্দ্রা নন, সেই সময় বেল পেয়েছিলেন শার্লিন চোপড়া, পুনম পান্ডের মতো অভিনেতারা। তাঁদের বিরুদ্ধেও পর্ন ভিডিয়ো ছড়ানোর অভিযোগ ছিল।
এই বিষয়ে আরও একটি তথ্য জানিয়ে রাখা ভালো রাজ কুন্দ্রা হটশট নামক একটি অ্যাপের মাধ্যমে এই পর্ন ভিডিয়োগুলো ছড়াতেন। যদিও বর্তমানে অ্যাপেল এবং গুগল দুটো টেক জায়েন্টই এই অ্যাপকে সরিয়ে দিয়েছে তাঁদের মোবাইল প্ল্যাটফর্ম থেকে। তাঁর কোম্পানির আইটি ডিরেক্টর রায়ান থর্পে এই অ্যাপের অপারেশন থেকে শুরু করে অর্থনৈতিক লেনদেন সবটা দেখভাল করতেন। কেস হওয়ার পর যদিও রাজ কুন্দ্রা জানান ২০১৯ সালে তিনি ২৫০০০ ডলারে হটশটকে বিক্রি করে দিয়েছেন। তারপর তিনি আর্মস প্রাইম মিডিয়া নামক আরও একটি কোম্পানি বানিয়েছেন বলেই দাবি করেন।
রাজ কুন্দ্রার বিরুদ্ধে পর্ন বানিয়ে সেটা ছড়ানো নয়, বিটকয়েন জালিয়াতি কেন্দ্রিক অর্থ তছরুপের অভিযোগও আছে। আর এই একই অভিযোগে অভিযুক্ত অজয় ভরদ্বাজও। ইতিমধ্যেই শিল্পা শেট্টির জুহুর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।