'দেবরা' ছবির 'চুট্টমাল্লে' নিয়ে কম চর্চা হয়নি, প্রচুর রিলও হয়েছে স্যোশাল মিডিয়া জুড়ে। আর এবার বেঙ্গালুরু কনসার্টে সেই 'চুট্টমাল্লে' গেয়েই শ্রোতাদের চমক দিলেন এড শিরান। তাঁর মুখে তেলেগুতে 'দেবরা'-এর গান শুনে ভক্তরা রীতিমতো অবাক।
ব্রিটিশ গায়ক তথা গীতিকার এড শিরান গত কয়েক সপ্তাহ ধরে ব্যস্ত তাঁর ভারত সফর নিয়ে। তবে ভারত সফরের মাঝেই শিখেছেন সেতার বাজানো। বর্তমানে গায়ক তেলুগুতে গান করারও চেষ্টা করেছেন। রবিবার সন্ধ্যা তাঁর বেঙ্গালুরু কনসার্টে, তিনি বিখ্যাত গায়িকা শিল্পা রাওয়ের সঙ্গে জুনিয়র এনটিআর এবং জাহ্নবী কাপুর অভিনীত 'দেবরা'- এর হিট গান ‘চুট্টমাল্লে’ গেয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন।
আরও পড়ুন: ‘আমরা এই ব্যাপারে…’, তথাগতর সঙ্গে হয়নি ডিভোর্স, সৌম্যর সঙ্গে প্রেম করছেন দেবলীনা? এল জবাব
দুজনের এই পারফরম্যান্স দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। খুব তাড়াতাড়ি এই ভিডিয়ো সকলের মন জিতে নিয়েছে। শিরান-ভক্তরা তাঁকে ভারতীয় সঙ্গীত এবং সংস্কৃতিকে এত সুন্দর করে উদযাপন করার জন্য প্রশংসায় ভরে দিয়েছেন। গত বছর পাঞ্জাবিতে গান গাওয়ার চেষ্টা করার পরে ভক্তরা তাঁকে তেলেগু ভাষায় গান করতে দেখতে চেয়েছিলেন।
তবে কেবল মঞ্চের তাঁদের অনুষ্ঠানের ভিডিয়ো নয়, শিরান নিজের একটি BTS ভিডিয়োয় শেয়ার করেছিলেন। সেখানে দেখা গিয়েছে কীভাবে তিনি তেলুগু শব্দগুলির সঠিক ভাবে উচ্চারণ শেখার চেষ্টা করছেন। আর শিল্পা তাঁর প্রশিক্ষণের ভার তুলে নিয়েছেন নিজের কাঁধে। ভিডিয়োটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, 'এডির প্রথম তেলেগু গান শিল্পা রাওয়ের সঙ্গে।
আরও পড়ুন: শ্রেয়া ঘোষাল থেকে সোনু নিগম, কৈলাশ খেরদের ভক্তিগীতির অনুপ্রেরণা কী? দেখে নিন
ইতিমধ্যে শিরান হায়দরাবাদ ও চেন্নাইতে পারফর্ম করেছেন। তার চেন্নাই কনসার্টের সময়, তিনি কিংবদন্তি সুরকার এ আর রহমানের সঙ্গে মঞ্চ ভাগ করে নিয়েছিলেন। দু'জনে ‘উর্বশী’ গানটি পরিবেশনা করেছিলেন। এরপর তিনি শিলং এবং দিল্লি এনসিআরেও পারফর্ম করবেন।
প্রসঙ্গত, বেঙ্গালুরুর চার্চ রোডে আগে থেকে কিছু ঘোষণা না করেই এর আগে পারফর্ম করতে দেখা গিয়েছিল গায়ককে। কিন্তু তাঁকে মাঝপথেই থামিয়ে দেওয়া হয়। পুলিশ এসে তাঁর সেই পারফর্মেন্স ভেস্তে দেয়। পরে তিনি ভাগ করে নেন যে চার্চ স্ট্রিটে পারফর্ম করার জন্য তাঁর পূর্ব অনুমতি ছিল।
গায়ক একটি সংক্ষিপ্ত বিবৃতি শেয়ার করার জন্য তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন যে, ‘অনুমতি ছিল’। শিরান লিখেছেন, ‘আমাদের অনুমতি ছিল। ওই জায়গায় আমাদের পারফর্ম করার পরিকল্পনা আগে থেকেই করা হয়েছিল। এটা কেবল আমাদের হঠাৎ করে নেওয়া সিদ্ধান্ত নয়। যাইহোক এখন সব ঠিক আছে। আজ রাতে শোতে দেখা হবে।’