সম্প্রতি মুর্শিদাবাদ গিয়েছিলেন এড শিরান। বেঙ্গালুরু থেকে শিলং যাওয়ার পথে তিনি কলকাতায় নেমেই চলে যান জিয়াগঞ্জ। তাঁর বন্ধু তথা গায়ক অরিজিৎ সিংয়ের সঙ্গে সময় কাটানোই ছিল উদ্দেশ্য। খালি বাড়ির আড্ডা বা স্কুটি করে শহর ঘোরা নয়। এদিন এড শিরানকে সেখানকার এক স্থানীয় দোকান থেকে লস্যি খেতেও দেখা যায়।
কী ঘটেছে?
এদিন অরিজিৎ সিংয়ের এক ফ্যান পেজের তরফে এড শিরানের জিয়াগঞ্জ সফরের একটি নতুন ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে এই আন্তর্জাতিক তারকা সেই ছোট্ট মফঃস্বল শহরের এক স্থানীয় দোকান থেকে লস্যি খাচ্ছেন।
এদিন তাঁরা জিয়াগঞ্জের ঝটিকা সফরে শ্যুটিং করছিলেন সেখানকার রাস্তায়। তার ফাঁকে এই দোকান থেকে লস্যি কিনে খান ব্রিটিশ পপ তারকা। শুধু কি তাই? আরও একটি ছবি প্রকাশ্যে এসেছে যেখানে যাচ্ছে অরিজিতের বাড়ির কাছের এক গলিতে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছেন দুই তারকা। তাঁদের সঙ্গে আরও অনেকেই ছিলেন।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, ৯ ফেব্রুয়ারি থেকে তাঁর ভারত সফর শুরু হয়েছে বেঙ্গালুরু কনসার্ট দিয়ে। এরপর তাঁর আগামী কনসার্ট শিলংয়ে। তার ফাঁকে তিনি সোমবার চলে আসেন অরিজিৎ সিংয়ের বাড়িতে তাঁর সঙ্গে দেখা করবেন বলে। এরপরই তাঁদের গঙ্গাবক্ষে নৌকাবিহার করতে দেখা যায়। হ্যাঁ, এড শিরানের ইচ্ছা মতো তাঁকে নিয়ে এদিন সূর্যাস্তের সময় গঙ্গাবক্ষে নৌকাবিহার করেন অরিজিৎ। ৩০ মিনিট ধরে নৌকা চড়েন তাঁরা। তোলেন ছবিও। এদিন অরিজিৎ এবং শিরানকে দেখতে গঙ্গার ধারে ভিড় জমিয়েছিলেন অনেকে। তারপর সেখান থেকে আবার গায়কের বাড়ি ফিরে আসেন দুজনে।
আরও পড়ুন: তসলিমার বই প্রকাশের 'অপরাধে' স্টল ভাঙচুর বাংলাদেশ বইমেলায়! প্রতিবাদে গর্জে উঠলেন ‘লজ্জা’ লেখিকা
এদিন অরিজিৎ সিং তাঁর স্কুটির পিছনে এড শিরানকে বসিয়ে জিয়াগঞ্জ ঘুরে বেড়ান। ঘুরিয়ে দেখান নিজের শহর। আর তাঁদের বন্ধুত্বের এই দিন যাপনের নানা টুকরো ছবি এদিন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে তাঁরা এদিন একটি মিউজিক ভিডিয়ো শ্যুট করেছেন।