ইতিমধ্যেই ভারতে এসে পৌঁছেছেন আন্তর্জাতিক পপ তারকা এড শিরান। ৫ ফেব্রুয়ারি চেন্নাইতে বিশাল বড় কনসার্টের আয়োজন করা হয়েছে। তবে কনসার্ট শুরু হওয়ার আগেই এই আন্তর্জাতিক শিল্পী দেখা করলেন অস্কার বিজয়ী সংগীত শিল্পী এ আর রহমানের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ল সেই ছবি।
সংগীতশিল্পী এড শিরান ভারতে এসেছেন কনসার্ট করার জন্য। ভারতের মোট ছয়টি শহরে কনসার্ট করবেন তিনি যার মধ্যে রয়েছে হায়দরাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, শিলং, দিল্লি ও পুনে।চেন্নাইয়ে আজ অর্থাৎ ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে আন্তর্জাতিক এই পথ তারকার কনসার্ট।
আরও পড়ুন: লাভিয়াপ্পার স্ক্রিনিংয়ে ধর্মেন্দ্র এবং রাজকুমার সন্তোষীকে প্রণাম রেখার, আমিরকে দেখে কী করলেন?
গত ৩০ জানুয়ারি পুনেতে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন এই আমেরিকান গায়ক। পুনে লেখা একটি টি-শার্ট পরে মঞ্চ কাঁপিয়েছিলেন শিরান। পুনেতে দুর্দান্ত পারফরমেন্সের পর তিনি ২ ফেব্রুয়ারি হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে কনসার্ট করেন।
এবার পালা চেন্নাইয়ে। এর আগে তিনি দুবার ভারতে এসেছিলেন এবং দুবারই মুম্বাইয়ে পারফর্ম করেছিলেন। তবে এবার ভারতের ছ'টি শহরে পারফরমেন্স করবেন তিনি। সবকটি কনসার্ট শেষ হওয়ার পর তিনি ফিরে যাবেন লন্ডনে।
এ আর রহমান যে ছবিগুলি সোশ্যাল মিডিয়ার পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে একটি সোফায় আমেরিকান পপ গায়কের সঙ্গে বসে আছেন এ আর রহমান এবং ছেলে এ আর আমিন। অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে রহমান বসে রয়েছেন এডিটরের আসনে এবং ছবি তুলছেন শিরান।
আরও পড়ুন: 'মার্ভেলেরও এই ক্রিয়েটিভিটি নেই', পুষ্পা ২-তে আল্লুর অ্যাকশন দেখে মুগ্ধ বিদেশের দর্শকরাও!
আরও পড়ুন: শাহিদ-করিনার 'জব উই মেট' দেখলেই কী অভিযোগ করেন স্ত্রী মীরা? মুখ খুললেন নায়ক
প্রসঙ্গত, গতবছর অরিজিৎ সিং-এর সঙ্গে দেখা করেছিলেন এই আমেরিকান সংগীত শিল্পী। লন্ডনে পারফরমেন্স করতে গেছিলেন অরিজিৎ। সেখানেই এই পপ তারকার সঙ্গে দেখা হয় তাঁর। একসঙ্গে গানের তালে তালে গলাও মেলান তাঁরা। দুই তারকার যুগলবন্দী দেখে মুগ্ধ হয়েছিলেন সকলে।
উল্লেখ্য, আন্তর্জাতিক এই পপ তারকার ভারতের এই সফরটি প্রযোজনা এবং প্রচার করে AEG Presents Asia এবং BookMyShow Live। এড শিরান পরবর্তীতে চেন্নাই, বেঙ্গালুরু, শিলং এবং দিল্লি-এনসিআর-এ পারফর্ম করবেন।