বাংলা নিউজ > বায়োস্কোপ > Writwik Mukherjee: চশমা না ব্রা! 'টুকাইবাবু' ঋত্বিকের পোস্ট দেখে তোলপাড় নেটদুনিয়া

Writwik Mukherjee: চশমা না ব্রা! 'টুকাইবাবু' ঋত্বিকের পোস্ট দেখে তোলপাড় নেটদুনিয়া

ঋত্বিক মুখোপাধ্যায়

Writwik Mukherjee: পাহাড়ের টিলার উপর দাঁড়িয়ে পোজ দিয়েছেন 'এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের টুকাইবাবু। ছবি পোস্ট করতেই ট্রোলের শিকার ঋত্বিক মুখোপাধ্যায়।

একা একা পাহাড়ে ঘুরে বেড়াচ্ছেন অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায়। ঘুরে বেড়ানোর ছবি পোস্ট করেছেন ফেসবুকের পাতায়। ক্যাপশনে লেখা, ‘একা এবং একা.....’। ছবিতে পাহাড়ের টিলার উপর দাঁড়িয়ে পোজ দিয়েছেন তিনি। এই ছবি পোস্ট করতেই ট্রোলের শিকার ঋত্বিক।

কেন? আসলে ছবিতে ঋত্বিকের সামনে একটি টুকটুকে লাল কালারগ্লাস দেখা গিয়েছে। অভিনেতার কালারগ্লাসটা মাটিতে রাখা। আর এই কালারগ্লাস ঘিরেই যত গণ্ডগোল। ছবি ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। নেটিজেনে এটাকে একটু বাঁকা চোখেই দেখছেন। এক নেটিজেনের মন্তব্য, ‘টুকলুস রে ওটা চশমা। সবাই ভুলভাল ভাবছে দেখ: উর্মি’। অপর একজন লিখেছেন, ‘চশমাটা ব্রা ভেবে বসে থাকা আমি আমার চোখ গেছে’। কেউ লিখেছেন, ‘চশমাটা বড্ড বাজে। অন্য কিছু ভাবলাম।’

আরও পড়ুন: একদিনে জন্য ভূত হলে কাকে তাড়া করবেন? সলমনের জবাব শুনে লজ্জায় লাল ক্যাটরিনা

জি বাংলার অন‍্যতম পুরনো ধারাবাহিক 'এই পথ যদি না শেষ হয়’। ধারাবাহিকে ইতিমধ্যে ঊর্মি-সাত্যকির জুটি নিয়ে মাতামাতি রয়েছে। সাত‍্যকির চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক। তাঁর বিপরীতে ঊর্মির চরিত্রে রয়েছেন অন্বেষা হাজরা। 

ঋত্বিকের ব্যক্তিগত জীবন থেকে সম্পর্ক, সবেতেই কৌতুহল রয়েছে ভক্তদের। হু হু করে ভাইরাল হয়েছে অভিনেতার এই ছবি।

বন্ধ করুন