বাংলা নিউজ > বায়োস্কোপ > Ei Poth Jodi Na Sesh Hoy: আলমারির মাথায় ‘ডগাই’, উর্মিকে কোলে তুলল টুকাইদা! মলম লাগানোর আছিলায় এল কাছাকাছি

Ei Poth Jodi Na Sesh Hoy: আলমারির মাথায় ‘ডগাই’, উর্মিকে কোলে তুলল টুকাইদা! মলম লাগানোর আছিলায় এল কাছাকাছি

উর্মি-সাত্যকির প্রেম জমে ক্ষীর।

উর্মি আর সাত্যকির প্রেম যত জমছে, ততই বাড়ছে ধারাবাহিকের টিআরপি। 

জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’ ইতিমধ্যেই মিষ্টি প্রেমের গল্প শুনিয়ে মন জয় করে নিয়েছে সিরিয়ালপ্রেমীদের। উর্মি আর সাত্যকির ভালোবাসা পৌঁছে গিয়েছে ঘরে ঘরে। আর তাই তো হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে চলেছে শো-র টিআরপিও। স্বর্ণেন্দু সমাদ্দারের পরিচালনায় ধারাবাহিকের জনপ্রিয়তা সত্যিই আকাশছোঁয়া। 

চলতি সপ্তাহেও ‘এই পথ যদি না শেষ হয়’ ৬.৫ রেটিং পেয়ে অষ্টম স্থান দখল করে আছে। বেশ কয়েক সপ্তাহ ধরেই সেরা দশে দেখা মিলছে এই ধারাবাহিকের। সাত্যকি আর উর্মির ছোটখাটো ব্যাপারে একে-অপরের ওপর রাগ, অভিমান আবার সব মিটিয়ে নেওয়াই এখন ধারাবাহিকের অন্যতম আকর্ষণ। নতুন প্রোমোয় দেখা গেল সাধের ডগাইকে হারিয়ে ফেলে গোটা ঘর হন্যে হয়ে খোঁজে উর্মি। আর তারপর দেখে তাকে আলমারির মাথায় তুলে রেখেছে টুকাইবাবু। নিজে চেষ্টা করতে থাকে আলমারির ওপর থেকে ডগাইকে পাড়ার। আর তখনই পিছন থেকে উর্মিকে কোলে তুলে নেয় তাঁর ‘টুকাইবাবু’ সাত্যকি। এরপর ভালোবেসে সাত্যকির হাতেও পুড়ে যাওয়ার মলম লাগিয়ে দিতে দেখা যায় উর্মিকে।

এই সিরিয়ালে উর্মির চরিত্রে অভিনয় করছেন অন্বেষা হাজরা এবং সাত্যকির চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক মুখার্জী। মধ্যবিত্ত পরিবারের জীবনযাত্রার আঙ্গিকে এগিয়ে চলেছে ধারাবাহিকের গল্প। বিনোদনের পাশাপাশি পরদায় বাস্তবের ছাপ রেখে যাচ্ছে এটি। সেই কারণেই খুব সহজে দর্শকরা আত্মস্থ করতে পারছেন ‘এই পথ যদি না শেষ হয়’র সাথে।

বায়োস্কোপ খবর

Latest News

কলকাতা হাইকোর্টে জামিন পেলেন কলতান, আদালতের দৌলতে জুটল রক্ষাকবচ অযোধ্যা নয়, রাম মন্দির দেখতে পাবেন হুগলিতেই! দুর্গাপুজোয় আসতে চলেছে বিশাল চমক ‘ভয়ংকর সুন্দর’, সাদা সিংহের সঙ্গে মহিলার ভালোবাসার ভিডিয়ো দেখে হতবাক নেটিজেনরা ২৩৫ বলে অপরাজিত ১২২ রান! অংশুলের আগুনে বোলিংয়ের সামনে রুখে দাঁড়ালেন শাশ্বত বুড়ো হাড়ে ভেল্কি! চেন্নাইতে শতরান করে অশ্বিন বললেন, ‘বাংলাদেশ আর আন্ডারডগ নয়’… ‘‌বন্যা দুর্গত এলাকায় অভয়া ক্লিনিক গড়তে চাই’‌, জুনিয়র ডাক্তাররা নিলেন বিকল্প পথ শনিতে ঘূর্ণাবর্ত, সোমে আরও ১ নিম্নচাপ! কবে বৃষ্টি বাড়বে বাংলায়? জারি সতর্কতাও জার্মানি-সহ বিভিন্ন দেশে একসঙ্গে হয় ভোট, খতিয়ে দেখে সুপারিশ দিল কোবিন্দ কমিটি পিতৃপক্ষর সময় করুন তুলসীর এই ব্যবস্থা, যা আর্থিক উন্নতির সঙ্গে করবে ঋণমুক্ত ‘একটু ওয়াইন..’, স্কুলে পড়তেই মদের নেশা! ধর্ম বদলে খ্রিস্টান হন গোবিন্দার স্ত্রী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.