ওনলি ফ্যানসের একদল মডেল সম্প্রতি জোট বেঁধেছেন। তাঁরা ৮ জন মিলে বিলাসবহুল মিয়ামি ম্যানশন ভাড়া করেছেন, আর সেটাকেই তাঁদের কনটেন্ট বানানোর জায়গা বানিয়েছেন। হ্যাঁ, এটার জন্য তাঁদের পকেটে বেশ ভালোই চাপ পড়ছে। মোটা টাকা ভাড়া হিসেবে দিতে হলেও লাভ কিছু কম হচ্ছে না। লক্ষ টাকা বিনিয়োগ করে যদি কোটিতে আয় করা যায় মন্দ কি! কিন্তু সেই সংখ্যাটা শুনলে চমকাতে বাধ্য আপনি।
আরও পড়ুন: গৌতম আদানির ছেলেরও প্রোফাইল ছিল শাদি ডট কমে! জিতের বিয়েতে অদ্ভুত উপহার ম্যাট্রিমনি সাইটের CEO-র
কী জানা গিয়েছে?
নিউ ইয়র্ক পোস্টের তরফে জানানো হয়েছে আইসা সোফি এবং সোফি রেইনের মাথা থেকে এই ভাবনা বেরিয়েছে যে তাঁরা এই বাড়ি ভাড়া নিয়ে কনটেন্ট বানাবেন। এই বিষয়ে জানিয়ে রাখা ভালো রেইন গত বছর নিজেকে ক্রিশ্চান ভার্জিন হিসেবে ঘোষণা করেন। তাঁরা ৮ জন মিলে গত ডিসেম্বর এই বিলাসবহুল সম্পত্তি লিজে নেন। প্রতি মাসে সেটার জন্য তাঁদের খরচ পড়ছে ৬২ লাখ টাকা। আর এই ৮ জনের দলে আছেন উক্ত দুজন ছাড়াও ক্যামেলিয়া আরাজু, এলিনা রোজ, জুলিয়া ফিলিপো, সামার আইরিশ, আভা রাইস, জয় মেই। তাঁরা তাঁদের এই উদ্যোগকে নাম দিয়েছেন দ্য বোপ হাউজ।
৮৮৯০ স্কোয়ার ফিটের এই সম্পত্তিতে ৬টা বেডরুম, ৫টা বাথরুম, সুইমিং, রুফটপে রোদ পোহানোর জায়গা, ইত্যাদি আছে। তাঁদের এই উদ্যোগ নেওয়ার মাত্র ২ মাসেই টিকটক এবং ইনস্টাগ্রামে ৩ মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে। আর স্বাভাবিক ভাবেই বিপুল আয় করতে পারছেন তাঁরা। প্রথম মাসে ১০৩ কোটি টাকা আয় করেছেন। দ্বিতীয় মাসে সেটা বেড়ে হয়েছে ১২৫ কোটি টাকা।
তবে রেইন জানিয়েছেন এটা কিছুই না। ধীরে ধীরে tander সাফল্য আরও বাড়বে। তাঁদের ফ্যানবেস আরও বাড়বে বলেই তিনি নিশ্চিত। বিশেষ করে পুরুষ সাবস্ক্রাইবারদের সংখ্যা।
আরও পড়ুন: আসল বক্স অফিস কালেকশনকে টপকে গেল সনম তেরি কসম! লাভিয়াপ্পা-ব্যাডঅ্যাস রবিকুমারকে ছাপিয়ে কত আয় করল?
এই বিষয়ে রেইন জানিয়েছেন, 'পুরুষদের জন্যই আমরা প্রতি মাসে এত টাকা উপার্জন করতে পারছি। আমাদের এখনই গতি কমানোর পরিকল্পন নেই। যেমন যা চলছে সেভাবেই চলবে।' তাঁরা তাঁদের এই বাড়িতে বিভিন্ন অতিথিদের ডাকেন। কখনও কোনও সমস্যা হলে নিজের দ্রুত সেটা মিটিয়ে নেন বলেও জানিয়েছেন।