বাংলা নিউজ > বায়োস্কোপ > Love Sex aur Dhoka sequel: ১৩বছর পর ফিরছে লাভ সেক্স অর ধোকা? বিগ বস হাউজে কীসের আভাস দেবেন একতা-দিবাকর

Love Sex aur Dhoka sequel: ১৩বছর পর ফিরছে লাভ সেক্স অর ধোকা? বিগ বস হাউজে কীসের আভাস দেবেন একতা-দিবাকর

১৩বছর পর ফিরছে লাভ সেক্স অর ধোকা?

Love Sex aur Dhoka sequel: আবার ফিরছে লাভ সেক্স অর ধোকা? ১৩ বছর আগের একটি সিনেমায় নানা বিষয়কে প্রায় প্রথমবার একসঙ্গে তুলে ধরা হয়েছিল। এবার সেই ছবির সিক্যুয়েল কি ফিরতে চলেছে?

২০১০ সালে মুক্তি পেয়েছিল লাভ সেক্স অর ধোকা। এই একটা ছবি বলিউডকে একপ্রকার নাড়িয়ে দিয়েছিল বলা যায়। একতা কাপুরকে এর আগে মূলত ধারাবাহিক পরিচালনা করতেই দেখা গিয়েছে। সেই প্রথমবার তিনি এই সাহসী, ছক ভাঙা ছবিটির জন্য হ্যাঁ বলেছিলেন। জিতেন্দ্র কন্যার হাত ধরে এই ছবির মাধ্যমেই বলিউড পেয়েছিল রাজকুমার রাওয়ের মতো অভিনেতাকে। প্রচারের আলোয় এসেছিলেন দিবাকর বন্দ্যোপাধ্যায়ের মতো পরিচালক। কী দেখানো হয়নি এই ছবিতে! এমএমএস কাণ্ড থেকে, স্টিং অপারেশন, অনার কিলিং, ইত্যাদি।

এই ছবি মুক্তির ১৩ বছর পর বলিউডের হাওয়ায় ফের একটা খবর ভাসছে। শোনা যাচ্ছে এই ছবি সিক্যুয়েল নাকি ফিরতে চলেছে। ছবির দুই মূল হোতা, দিবাকর বন্দ্যোপাধ্যায় এবং একতা কাপুর নিজেরাই নাকি এই ছবির বিষয়ে জলদি ঘোষণা করবেন। আর সেই ঘোষণা হবে বিগ বস ১৬ হাউজে। কানাঘুষোয় শোনা যাচ্ছে বালাজি টেলি ফিল্মস নাকি ছবিটির প্রযোজনা করবে।

কিন্তু আচমকা সব ছেড়ে বিগ বস ১৬ হাউজে কেন এই ছবির কথা ঘোষণা করা হবে? কেন এই ছবিটির নির্মাতারা বিগ বস হাউজকে বেছে নিলেন ছবির ঘোষণার জন্য? এই বিষয়েও শোনা যাচ্ছে যেহেতু তারকাদের ঝগড়া, ঝামেলা, সম্পর্কে সহ নানা কারণে এই শো খবরের শিরোনামে থাকে সেহেতু একতা কাপুর এবং দিবাকর বন্দ্যোপাধ্যায় এই শোকে বেছে নিয়েছেন ছবির ঘোষণা করার উপযুক্ত জায়গা হিসেবে।

লাভ সেক্স অর ধোকা ছবির মাধ্যমে বলিউডে রাজকুমার রাও, নুসরাত ভারুচা, সহ একগুচ্ছ নতুন ট্যালেন্টকে লঞ্চ করেছিলেন একতা কাপুর। ফলে শোনা যাচ্ছে বিগ বস হাউজ বেছে নেওয়ার আরেকটা কারণ হল এখান থেকে তাঁরা ছবির জন্য তারকা বেছে নিতে পারেন।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

স্ক্রিনিংয়ে কেউ হাসেনি ওয়ালকাম দেখে, স্ট্রেসের কারণে হাসপাতালে ভর্তি হন পরিচালক সিইও হয়েও করেন HR-এর কাজ! নিজে হাতেই নতুন কর্মীদের চাকরি দেন Zomato CEO কলকাতায় 'আকাশ তিমি' বেলুগা XL, বিমানটি কত লম্বা জানেন? ‘রেপ-টেপ’ বলে ট্রোল হওয়া ডোনার ষষ্ঠী লন্ডনে, সাজুগুজু জম্পেশ, সঙ্গে মেয়ে সানাও 'আরজি করে তাণ্ডব চালানোর ঘটনায় ধৃতদের মালা পরিয়ে বরণ মীনাক্ষী-সহ DYFI কর্মীদের' মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১০ অক্টোবরের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১০ অক্টোবরের রাশিফল মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১০ অক্টোবরের রাশিফল ধনু রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১০ অক্টোবরের রাশিফল বৃশ্চিক রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১০ অক্টোবরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.