বাংলা নিউজ > বায়োস্কোপ > Laal Singh Chaddha: 'বলিউডের সব খান, বিশেষ করে আমির খান কিংবদন্তি', বয়কট ট্রেন্ডে মুখ খুললেন একতা

Laal Singh Chaddha: 'বলিউডের সব খান, বিশেষ করে আমির খান কিংবদন্তি', বয়কট ট্রেন্ডে মুখ খুললেন একতা

‘লাল সিং চাড্ডা' বয়কট ট্রেন্ডে একতা প্রতিক্রিয়া দিয়েছেন

‘লাল সিং চাড্ডা' বয়কট ট্রেন্ডে এবার মুখ খুললেন একতা কাপুর। 

আমির খানের নতুন ছবি ‘লাল সিং চাড্ডা’ নিয়ে বয়কটের রব উঠেছিল মুক্তির আগে থেকেই। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন পরিচালক-প্রযোজক একতা কাপুর। অদ্বৈত চন্দন পরিচালিত, লাল সিং চাড্ডা। ১৯৯৪ সালের হলিউড ফিল্ম ‘ফরেস্ট গাম্পে’র হিন্দি রিমেক।

গত ১১ অগস্ট মুক্তি পেয়েছে ‘লাল সিং চাড্ডা’। বক্স অফিসে এখনও সফলভাবে রান করতে পারেনি এই ছবি। বিগত পাঁচ দিনে এবং সপ্তাহান্তে বক্স অফিসে ৫০ কোটিরও ব্যবসা করেনি লাল সিং চাড্ডা। রক্ষা বন্ধন এবং স্বাধীনতা দিবসের মতো বড় ছুটির পরও সপ্তাহান্তে মাত্র ৪৬ কোটির ব্যবসা করেছে এই ছবি। 

ছবি বয়কট সম্পর্কে কথা বলতে গিয়ে নবভারত টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে একতা বলেন, ‘এটা খুবই আশ্চর্যজনক। আমারা যেন সবাইকে বয়কট করছি, যারা ইন্ডাস্ট্রিতে সেরা ব্যবসা দিয়েছে। ইন্ডাস্ট্রির সব খান (শাহরুখ খান, সলমন খান) এবং বিশেষ করে আমির খান কিংবদন্তি। আমরা তাঁদের বয়কট করতে পারি না। আমির খানকে কখনই বয়কট করা যায় না, নরম দূত (soft ambassador) আমির খানকে বয়কট করা যায় না।’

আরও  পড়ুন: শাহরুখের বাবা দেশের 'কনিষ্ঠতম স্বাধীনতা সংগ্রামী', যে পরামর্শ দিয়েছিলেন ছেলেকে!

আমির খানের স্বপ্নের প্রোজেক্ট ‘লাল সিং চড্ডা’, মুখ থুবড়ে পড়ল বক্স অফিসে। রাখি, স্বাধীনতা দিবসের মতো উৎসবমুখর সময়ে মুক্তি পাওয়ার পরেও ছবির ভাঁড়ার খালি! মুক্তির প্রথম পাঁচ দিনে মাত্র ৪৬-৪৮ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে এই ছবির। যার জেরে কপালে চিন্তার ভাঁজ আমির খানের। প্রত্যাশা-পূরণে ব্যর্থ হয়েছে আমির খান ও করিনা কাপুর খান অভিনীত এই ছবি।

আরও পড়ুন: ‘সত্যিকারের সুন্দর কিছু নষ্ট করতে দেবেন না’, আমিরের সাপোর্টে এগিয়ে এল ভাইঝি জায়েন

‘লাল সিং চড্ডা’র হয়ে সোশ্যাল মিডিয়ায় ঢালাও প্রচার চালাচ্ছেন বলিউড সেলেবরা। কিন্তু নেটপাড়ায় এই ছবিকে বয়কটের ডাক শুরু থেকেই জোরালো হয়েছে। বক্স অফিস বিশেষজ্ঞ তরণ আদর্শ সরাসরি বলেছেন, ‘বয়কট ট্রেন্ড লাল সিং চড্ডার ব্যবসায় ব্যাপক ক্ষতি করেছে’।

লালা সিং চাড্ডার সঙ্গে একই দিনে মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের ‘রক্ষা বন্ধন’। ‘লাল সিং’-এর মতো বক্স অফিসে কোনওরকম সাড়া জাগাতে পারেনি অক্ষয়ের ছবিও। প্রথম পাঁচদিনে ‘রক্ষা বন্ধন’-এর আয় মাত্র ৩৩.৫ কোটি টাকা। পাশাপাশি ১০০ কোটির গণ্ডি পার করতে পারবে না ‘লাল সিং চড্ডা’? উঠছে প্রশ্ন। 

বন্ধ করুন