আজ সুশান্ত সিং রাজপুতের ৩৯ তম জন্মদিন। বেঁচে থাকলে হয়তো ধুমধাম করেই পালন করা হত এই জন্মদিন। কিন্তু তিনি সবাইকে ছেড়ে চলে গেছেন ৫ বছর হল। মহামারীর প্রাক্কালে ঘটে যাওয়া এই ঘটনাটি সকলকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছিল। ফের আরও একবার অভিনেতার জন্মদিনে আবেগ তাড়িত হয়ে বললেন সকলে। আবেগঘন পোস্ট করলেন পরিচালক একতা কাপুরও।
আরও পড়ুন: হবু বৌদি জাহ্নবীর থেকে কী টিপস নিয়েছেন বীর? যা বললেন স্কাই ফোর্স অভিনেতা
আরও পড়ুন: বরের সঙ্গে থাকেন না লগ্নজিতা! কী করে টিকে রয়েছে দাম্পত্য? চিনুন গায়িকার স্বামী সাত্যকিকে
সুশান্তের জন্মদিন উপলক্ষে একতা ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে, সুশান্ত এবং অঙ্কিতার বিয়ে হচ্ছে। ভিডিয়োটি পবিত্র রিশতা সিরিয়ালের একটি ছোট্ট ক্লিপিং। ভিডিয়োটি পোস্ট করে পরিচালক লেখেন, নস্টালজিয়া আবেগ এবং স্মৃতি বয়ে নিয়ে আসে। হয়তো আজ তেমনি একটি দিন। শুভ জন্মদিন। যেখানে থাকবেন, হাসিখুশি থাকবেন।
একতা ছাড়াও এদিন ভাইয়ের সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করতে দেখা যায় সুশান্তের বোন শ্বেতা সিং কীর্তিকেও। শ্বেতা যে ছবিগুলি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, সুশান্ত কখনও বোনের সঙ্গে হাসিমুখে ছবি তুলছেন কখনও আবার ভাগ্নে ভাগ্নির সঙ্গে খুনসুটি করছেন। একটি ছবিতে একটি ফ্যান মোমেন্টও ধরা পড়েছে।
প্রসঙ্গত, ‘কিস দেশ মে হ্যায় মেরা দিল’ সিরিয়ালের হাত ধরে অভিনয় জীবন শুরু হলেও সুশান্ত খ্যাতি পেয়েছিলেন ‘পবিত্র রিশতা’ নামক সিরিয়ালের হাত ধরেই। এই সিরিয়ালে অভিনয় করতে করতেই অঙ্কিতার সঙ্গে সম্পর্ক তৈরি হয় সুশান্তের। কয়েক বছর একসঙ্গে থাকার পর সেই সম্পর্ক ভেঙে যায়।
সিরিয়াল ছেড়ে বলিউডেও একের পর এক সিনেমায় অভিনয় করেছেন তিনি। দর্শকদের উপহার দিয়েছেন ‘ছিছোরে’ থেকে শুরু করে ‘এমএস ধোনি’ পর্যন্ত। ২০২০ সালের জুন মাসে আচমকাই সুশান্তের মৃত্যুর খবর শুনে রীতিমতো চমকে যান সকলে। প্রাথমিকভাবে আত্মহত্যার কথা শোনা গেলেও পরবর্তীকালে এই মৃত্যুকে অনেকেই খুন বলে অভিহিত করেছেন।