বিয়ে করেননি, তবে ফের একবার মা হতে চলেছেন একতা কাপুর! বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে এমন গুঞ্জন। শোনা যাচ্ছিল, একতার ৫ বছরের ছেলে রবির ভাই বা বোন আসছে। ২০১৯ সালে সারোগেসির মাধ্যমে পুত্র সন্তান রবি-র মা হয়েছিলেন একতা। এবারও নাকি সারোগেসির মাধ্যমেই দ্বিতীয় সন্তান আসছে। অবশেষে এই গুঞ্জনে মুখ খুললেন একতা কাপুর।
বলিউডের প্রযোজক একতা কাপুর সাফ জানিয়েছেন খবরটাই ভুয়ো। আর এধরনের ছড়িয়ে পড়া খবরে কিছুটা বিরক্ত একতা ই-টাইমসকে বলেন, ‘এধরনের ভুল খবর ছড়িয়ে দেওয়া এক্কেবারেই গ্রহণযোগ্য নয়। এক্সক্লুসিভের নামে মিথ্যে খবর ছড়িয়ে দেওয়া ঠিক নয়। এটা খুবই হাস্যকর। কোথা থেকে লোকজন এই খবর পান! এধরনের খবর প্রকাশের আগে তথ্য যাচাই করা উচিত।’
প্রসঙ্গত, কিছুদিন আগেই বলিউড লাইফের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ‘শীঘ্রই দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন একতা কাপুর। প্রতিবেদনে আরও বলা হয়েছিল যে, একতার পাঁচ বছরের ছেলে রবি নিজের ভাইবোন চায়। আর একতা ছেলের এই অনুভূতি বেশ বুঝতে পারেন। আর তাই তিনি ছেলেকে এই ভাইবোনের সুখ দিতে চান এবং ছেলের ইচ্ছে পূরণ করতে চান।’

প্রতিবেদনে আরও বলা হয়েছিল, যে একতা নিজের পরিবারের প্রতি যত্নশীল এবং দায়বদ্ধ। তাঁর বাবা-মাও (জিতেন্দ্র ও শোভা কাপুর) মেয়ের পছন্দকে সমর্থন করেন। তবে তাঁরা ঠিক করেছিলেন যে অনুরাগীদের কাপুর পরিবারে এই নতুন সংযোজনের কথা আনুষ্ঠানিক নিশ্চিত করবেন। যদিও এখন এই সন্তান আসার তথ্যই সম্পূর্ণ অস্বীকার করলেন একতা।
প্রসঙ্গত একতা কাপুরের মতোই তাঁর ভাই তুষার কাপুরও বিবাহিত নন। তিনিও সারোগেসির মাধ্যমে পুত্র সন্তানের বাবা হয়েছে। ছেলের নাম রাখেন ‘লক্ষ্য’। তুষারের ছেলে অবশ্য দিদি একতার ছেলে রবির থেকে বড়। তাই এই মুহূর্তে জিতেন্দ্র ও শোভা কাপুরের দুই নাতি লক্ষ্য ও রবিকে নিয়েই সুন্দর দিন কাটছে।
গত ২৬ জানুয়ারী, ২০২৪, একতা কাপুর তাঁর ছেলে রবি কাপুরের পঞ্চম জন্মদিন উদযাপন করেন। ছেলের জন্মদিনে একটা জমকালো পার্টিও দিয়েছিলেন প্রযোজক। যেখানে হাজির ছিল বলিউড অন্যান্য সেলেবদের বাচ্চারা। ছেলের জন্মদিনে কালো ফুলের মতো পোশাকে একতাকে বেশ সুন্দর লাগছিল। সেদিন পাপারাৎজির লেন্সবন্দি হয় সেই বিরল মুহুর্ত। তবে সকলের মধ্যে দৃষ্টি আকর্ষণ করেছিলেন কারিনা কাপুর খানের ছোট ছেলে জাহাঙ্গীর।