বিগ ১৮ জিতেছিলেন করণ বীর মেহরা, অন্যদিকে চুম দারাং হলেন বিগ বস ফাইনালিস্টদের মধ্যে একজন। তবে চুম শো জিততে না পারলেও চুম এবং করণের ভালোবাসার সম্পর্কই ছিল বিগ বস ১৮ - এর মূল TRP। সম্প্রতি এই চুমকে নিয়েই একটি অশালীন মন্তব্য করতে শোনা যায় এলভিস যাদবকে।
রেডইট দ্বারা শেয়ার করা একটি ভিডিয়োয় দেখা গেছে, রজত দালালকে সাক্ষাৎকার দিতে গিয়ে এলভিস বলেন, করণ বীরের নিশ্চয়ই কোভিড হয়েছিল, না হলে চুমকে কী করে পছন্দ হল? কোনও সুস্থ মানুষের টেস্ট এত কি করে খারাপ হয়? কারও রুচি এত খারাপ কিভাবে হয়? নাম চুম আর কাজও করেছেন গাঙ্গুবাই সিনেমায়। নামের সাথে সাথে নিজেও অশ্লীল।
আরও পড়ুন: ‘নাক উঁচু' কটাক্ষে জেরবার জয়া, ওদিকে খুদে প্রতিযোগির জুতোর ফিতে বেঁধে মন জিতলেন বর অমিতাভ
এলভিসের এই মন্তব্য শুনে ধিক্কার জানিয়েছেন নেট দুনিয়ার বাসিন্দারা। অনেকে অবিলম্বে এই মন্তব্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন। এইভাবে কোনও মানুষের চরিত্র এবং চেহারা নিয়ে কথা বলা একেবারেই উচিত নয় বলে মনে করছেন সকলে।তবে নেটিজেনরা সমালোচনা করলেও চুম এই বিষয় নিয়ে কোনও মন্তব্য করেননি।
প্রসঙ্গত, চুম বর্তমানে অরুনাচল প্রদেশে নিজের বাড়িতেই রয়েছেন। বিগ বস চলাকালীন মিষ্টি ব্যবহার এবং খুব সুন্দর ব্যক্তিত্ব থাকার কারণে বারবার প্রশংসা পেয়েছিলেন এই প্রতিযোগী। উইকেন্ড কা ভার এপিসোডের সময় গুরুত্বপূর্ণ বিষয়গুলি সমাধান করার জন্য ভাইজানের থেকে বিশেষ প্রশংসা পেয়েছিলেন চুম।
আরও পড়ুন: বিনোদিনীতে শ্রেয়ার সঙ্গে কাজ করেই রাম কমল কেন লিখলেন, 'জীবন সুন্দর সমাপতনে পরিপূর্ণ...'
আরও পড়ুন: 'ইন্ড্রাস্টি আমাকে খরচার খাতায় ফেলে দিয়েছিল, সেই সময়…', মায়ানগরের প্রিমিয়ারে অকপট শ্রীলেখা
এলভিস একজন সুপরিচিত ইউটিউবার। সোশ্যাল মিডিয়ায় দুটি চ্যানেল রয়েছে তাঁর। একটিতে ১৫.৫ মিলিয়ন এবং অন্যটিতে ২৪ মিলিয়ন ফলোয়ার রয়েছে তাঁর। তবে চুমকে নিয়ে এই বিতর্কিত মন্তব্যের পর ইউটিউবারের ফলোয়ার সংখ্যা কিছুটা কমে যেতে পারে, কারণ সোশ্যাল মিডিয়া ইউজারদের ইউটিউবারের এই মন্তব্য একেবারেই ভালো লাগেনি।