এর আগেও একাধিকবার এলভিস যাদবের নামে নানা কেস দায়ের করা হয়েছে। কখনও সাপের বিষ কাণ্ডে নামে জড়িয়েছে তো কখনও অন্য কিছু। এদিন তিনি পুলিশের একটি মর্ফ ভিডিয়ো পোস্ট করতেই বিপাকে পড়লেন। তাঁর নামে দায়ের করা হল অভিযোগ।
আরও পড়ুন: তসলিমার বই প্রকাশের 'অপরাধে' স্টল ভাঙচুর বাংলাদেশ বইমেলায়! প্রতিবাদে গর্জে উঠলেন ‘লজ্জা’ লেখিকা
কী ঘটেছে?
মঙ্গলবার এলভিস যাদবের নামে অভিযোগ দায়ের করা হল জয়পুর পুলিশের একটি মর্ফ ভিডিয়ো পোস্ট করার জন্য। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে জয়পুর পুলিশের ইমারজেন্সি রেসপন্স গাড়ি তাঁর গাড়িকে এসকর্ট করে নিয়ে যাচ্ছে যখন তিনি গত ৮ ফেব্রুয়ারি এই শহরে এসেছিলেন তখন। এমনটাই জানানো হয়েছে পুলিশের তরফে।
জয়পুরের পুলিশ কমিশনার বিজু জর্জ জোসেফ জানিয়েছেন, 'এলভিস যাদবেকে কোনও এসকর্ট দেওয়া হয়নি জয়পুর পুলিশের তরফে। এটা হয়তো পুরনো কোনও ভিডিয়ো যেটা তিনি মর্ফ করেছেন এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যাতে শহরের পুলিশের ইমেজ নষ্ট করা যায়। আমরা ওঁর বিরুদ্ধে একটি কেস ফাইল করেছি মঙ্গলবার। জয়পুর সাইবার পুলিশ স্টেশনে এই কেস ফাইল করা হয়েছে।'
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো গত ৮ ফেব্রুয়ারি, শনিবার এলভিস যাদব জয়পুর শহরে এসেছিলেন। আর তারপরই রবিবার, ৯ ফেব্রুয়ারি তিনি একটি ভিডিয়ো পোস্ট করেন যেখানে দেখা যাচ্ছে জয়পুরের পুলিশ ইমারজেন্সি রেসপন্স ১১২ গরু তাঁর গাড়িকে এসকর্ট করে নিয়ে যাচ্ছে। সম্ভরের দিকে যাচ্ছিলেন যখন তিনি আরেক ব্যক্তির সময় তখনই নাকি এই ঘটনা ঘটেছে বলেই তিনি জানিয়েছেন তাঁর এই ভিডিয়োতে।
এই ভিডিয়োতে আরও দেখা গিয়েছে যে তাঁকে নাকি বাগরু টোল প্লাজায় কোনও টোল দিতে হয়নি। আর তারপরই সেটা নিয়ে উসকে গিয়েছে বিতর্ক। রাজ্যের আইন ব্যবস্থা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
আরও পড়ুন: ৩৬ পা দিয়েই মধ্যরাতে ৩ টি কেক কাটলেন মিমি! জন্মদিনে নিজের জন্য কী প্রার্থনা করলেন?
এদিন জয়পুরের পুলিশ কমিশনার বিজু জর্জ জোসেফ আরও জানিয়েছেন এই বিষয়ে যে এলভিস যাদবের নামে একটি FIR দায়ের করা হয়েছে IT অ্যাক্টের আওতায়। যাঁরা যাঁরা এই গোটা ঘটনায় জড়িত তাঁদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান এদিন। আপাতত বিষয়টা নিয়ে তদন্ত চলছে।