কঙ্গনা রানাওয়াত অভিনীত ছবি ইমারজেন্সি মুক্তি পেতেই বেশ আশা জাগিয়েছিল। গত কয়েক বছরে অভিনেত্রী ছবি যেভাবে একেবারেই বক্স অফিসে চলেনি, বারেবারে মুখ থুবড়ে পড়েছে সেখানে এই ছবিটি শুরুতে বেশ ভালোই ব্যবসা করে। কিন্তু মাত্র কদিনের মধ্যেই বদলে গেল ছবিটি বুধবার ১ কোটির গণ্ডিও টপকাল না কঙ্গনা অভিনীত ইমারজেন্সি ছবির ব্যবসা।
ছয়দিনে কত ব্যবসা করল কঙ্গনা রানাওয়াত অভিনীত ইমারজেন্সি?
মুক্তি পাওয়ার পর বুধবার ২২ জানুয়ারি বক্স অফিসে সব থেকে কম ব্যবসা করেছে কঙ্গনা রানাওয়াত অভিনীত ইমারজেন্সি। এদিন এই ছবিটি মাত্র ৭১ লাখ টাকাই আয় করতে পেরেছে। এমনটাই জানানো হয়েছে সচনিল্কের একটি রিপোর্টে। ফলে বুধবার পর্যন্ত এই ছবিটি ভারতীয় বক্স অফিসে ১৩ কোটি ১১ লাখ টাকা আয় করতে পেরেছে। এদিন বক্স অফিসে ৪.৭৬ শতাংশ পতন দেখা যায় ইমারজেন্সি ছবির ব্যবসায়।
তবে সচনিল্কের রিপোর্ট যাই বলুক এদিন কঙ্গনা রানাওয়াতের প্রযোজনা সংস্থা মনিকর্ণিকা ফিল্মসের তরফে জানানো হয়েছে এই ছবিটি বক্স অফিসে ৫ দিনেই ১৪ কোটি ৫৬ লাখ টাকার ব্যবসা করেছে। ফলে সেই হিসেব ধরলে ৬ দিনে এটি ১৫ কোটির গণ্ডি টপকে গিয়েছে। এখানে জানানো হয়েছে প্রথম দিন ছবিটি ৩ কোটি ১১ লাখ টাকা, দ্বিতীয় দিন ৪ কোটি ২৮ লাখ টাকার ব্যবসা করেছে। তৃতীয় এবং চতুর্থ দিনে যথাক্রমে এটি ৪ কোটি ৮৭ লাখ টাকা এবং ১ কোটি ২৭ লাখ টাকায় আয় করেছে। আর পঞ্চম দিন ইমারজেন্সি ছবির খাতায় যোগ হয়েছে আরও ১ কোটি ৩ লাখ টাকা।
আরও পড়ুন: শাহরুখকে ইনস্টায় ছাপিয়ে গেলেন অভিনেত্রী জান্নাত! চেনেন এই তরুণীকে?
ইমারজেন্সি ছবিটি প্রসঙ্গে
ইমারজেন্সি ছবিটি লিখেছেন, পরিচালনা করেছেন কঙ্গনা রানাওয়াত। প্রযোজনাও করেছে তাঁর মনিকর্ণিকা ফিল্মস। ১৯৭৫ সালে জারি হওয়া জরুরী অবস্থার উপর ভিত্তি করে তৈরি হয়েছে ইমার্জেন্সি ছবিটি। মুখ্য ভূমিকায় থাকবেন কঙ্গনা রানাওয়াত, অনুপম খের, মিলিন্দ সোমান প্রমুখ। এই বিষয়ে জানিয়ে রাখা ভালো কঙ্গনা রানাওয়াত এদিন তাঁর দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন ছবিটিকে এত ভালোবাসা দেওয়ার জন্য। অন্যদিকে পঞ্জাবের বেশ কিছু জায়গায় যে ছবিটি মুক্তি পায়নি বা শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি এবং অন্যান্য শিখ গোষ্ঠীর বিরোধিতার কারণে সেই বিষয়েও তিনি কথা বলেছেন এদিন।