গত শুক্রবার অর্থাৎ ১৭ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পেয়েছে ইমারজেন্সি ছবিটি। মুখ্য ভূমিকায় রয়েছেন কঙ্গনা রানাওয়াত। শুরুর দিকে জাঁকিয়ে ব্যবসা করলেও সপ্তাহের গোড়া থেকেই বেশ অনেকটাই কমেছে ছবির আয়। বৃহস্পতিবার, নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে যদিও সামান্যই বেড়েছে আয়ের পরিমাণ। ৭ দিনে কত টাকা আয় করল এই ছবি?
ইমারজেন্সি ছবির বক্স অফিস কালেকশন
জানা গিয়েছে বুধবার ভয়াবহ ভাবে আয়ের পরিমাণ পতন হওয়ার পর বৃহস্পতিবার কিছুটা হলেও বাড়ে কঙ্গনার ছবির আয়। সপ্তম দিনে এই ছবিটি ১ কোটি টাকার ব্যবসা করেছে। ফলে বর্তমানে এই ছবির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ১৪ কোটি ৪০ লাখ টাকায়। এমনটাই সচনিল্কের রিপোর্টে জানানো হয়েছে।
এই ছবিটি যেদিন মুক্তি পায় সেদিন বক্স অফিসে এই ছবিটি ২ কোটি ৫০ লাখ টাকার ব্যবসা করে, যা মোটেই মন্দ নয়। দ্বিতীয় দিনে সেই আয়ের পরিমাণ বেড়ে হয় ৩ কোটি ৬০ লাখ টাকা। রবিবার আয়ের পরিমাণ আরও কিছুটা বেড়ে হয় ৪ কোটি ২৫ লাখ টাকা। কিন্তু সোমবার আসতেই কমে আয়ের পরিমাণ। চতুর্থ দিন বক্স অফিসে এই ছবিটি ১ কোটি ৫ লাখ টাকার ব্যবসা করেছে। বক্স অফিসে ১ কোটি টাকার ব্যবসা করেছে মঙ্গলবার। বুধবার সেটা কমে হয় ৮৫ লাখ টাকা।
তবে সচনিল্কের রিপোর্টে যাই বলা হোক কঙ্গনা রানাওয়াতের প্রযোজনা সংস্থা মনিকর্ণিকা ফিল্মসের তরফে কিন্তু অন্য তথ্য দেওয়া হয়েছে। জানানো হয়েছে বুধবার ছবিটি মোটেও ৮৫ লাখ টাকার ব্যবসা করেনি। বরং ১ কোটি ৩ লাখ টাকা আয় করেছে। সপ্তম দিনের আয়ের পর এই ছবির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ১৫ কোটি ৫২ লাখ টাকায়।
ইমারজেন্সি ছবিটি প্রসঙ্গে
ইমারজেন্সি ছবিটি লিখেছেন, পরিচালনা করেছেন কঙ্গনা রানাওয়াত। প্রযোজনাও করেছে তাঁর মনিকর্ণিকা ফিল্মস। ১৯৭৫ সালে জারি হওয়া জরুরী অবস্থার উপর ভিত্তি করে তৈরি হয়েছে ইমার্জেন্সি ছবিটি। মুখ্য ভূমিকায় আছেন কঙ্গনা রানাওয়াত, অনুপম খের, মিলিন্দ সোমান, শ্রেয়স তালপাড়ে প্রমুখ। এই বিষয়ে জানিয়ে রাখা ভালো কঙ্গনা রানাওয়াত সম্প্রতি তাঁর দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন ছবিটিকে এত ভালোবাসা দেওয়ার জন্য। অন্যদিকে পঞ্জাবের বেশ কিছু জায়গায় যে ছবিটি মুক্তি পায়নি বা শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি এবং অন্যান্য শিখ গোষ্ঠীর বিরোধিতার কারণে সেই বিষয়েও তিনি কথা বলেছেন এদিন।