কমতে কমতে এক সপ্তাহেই একেবারে তলানিতে এসে ঠেকল কঙ্গনা রানাওয়াত অভিনীত ইমারজেন্সি ছবিটির বক্স অফিস আয়। দ্বিতীয় শুক্রবার এখনও পর্যন্ত সর্বনিম্ন আয় করল ছবিটি। ৮ দিন পর এখন কত কোটিতে দাঁড়িয়ে আছে ছবির ব্যবসা?
আরও পড়ুন: বছরের শুরুতেই ছক্কা সৃজিতের! তারকাদের ভিড়ে উজ্জ্বল পরমব্রত, কেমন হল সত্যি বলে সত্যি কিছু নেই?
ইমারজেন্সি ছবির বক্স অফিস কালেকশন
দ্বিতীয় শুক্রবার, ২৪ জানুয়ারি ইমারজেন্সি ছবিটি বক্স অফিসে মাত্র ৩৫ লাখ টাকার ব্যবসা করেছে। হ্যাঁ, ৫০ লাখের গণ্ডিও ছাড়াতে পারেনি এদিন এই ছবিটি। ফলে কঙ্গনা রানাওয়াত অভিনীত ইন্দিরা গান্ধীর উপর নির্মিত এই ছবিটির মোট আয় আট দিন পর গিয়ে দাঁড়িয়েছে ১৪ কোটি ৬৫ লাখ টাকায়। এমনটাই জানানো হয়েছে সচনিল্কের রিপোর্টে।
এই ছবিটি যেদিন মুক্তি পায় সেদিন বক্স অফিসে এই ছবিটি ২ কোটি ৫০ লাখ টাকার ব্যবসা করে, যা মোটেই মন্দ নয়। দ্বিতীয় দিনে সেই আয়ের পরিমাণ বেড়ে হয় ৩ কোটি ৬০ লাখ টাকা। রবিবার আয়ের পরিমাণ আরও কিছুটা বেড়ে হয় ৪ কোটি ২৫ লাখ টাকা। কিন্তু সোমবার আসতেই কমে আয়ের পরিমাণ। চতুর্থ দিন বক্স অফিসে এই ছবিটি ১ কোটি ৫ লাখ টাকার ব্যবসা করেছে। বক্স অফিসে ১ কোটি টাকার ব্যবসা করেছে মঙ্গলবার। বুধবার সেটা কমে হয় ৮৫ লাখ টাকা। সপ্তম দিন অর্থাৎ মুক্তির পর প্রথম বৃহস্পতিবার ছবিটি বক্স অফিসে ৯০ লাখ টাকার ব্যবসা করেছিল।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, সচনিল্কের রিপোর্টে যাই জানানো হোক, মনিকর্ণিকা ফিল্মস অর্থাৎ ইমারজেন্সি ছবিটির অন্যতম প্রযোজকের তরফে কিন্তু রোজ এই ছবি কবে কত ব্যবসা করল জানানো হচ্ছে। যা উক্ত সংখ্যার থেকে অনেকটাই আলাদা।
আরও পড়ুন: সৌরভের বায়োপিক নিয়ে নির্মাতাদের আলোচনা ইডেনে! রণবীর-ভিকিকে সরিয়ে নাম ভূমিকায় থাকছেন কে?
স্কাই ফোর্স ছবির আয়
প্রসঙ্গত এদিন মুক্তি পেয়েছে স্কাই ফোর্স। আর প্রথমদিনই জমিয়ে ব্যবসা করল অক্ষয় কুমার অভিনীত এই ছবিটি। মুক্তির দিন ১০ কোটি ৭৫ লাখ টাকা ঘরে তুলল ভারতীয় এয়ার ফোর্সের বীরগাঁথা নিয়ে নির্মিত এই ছবিটি।
ইমারজেন্সি ছবিটি প্রসঙ্গে
ইমারজেন্সি ছবিটি লিখেছেন, পরিচালনা করেছেন কঙ্গনা রানাওয়াত। প্রযোজনাও করেছে তাঁর মনিকর্ণিকা ফিল্মস। ১৯৭৫ সালে জারি হওয়া জরুরী অবস্থার উপর ভিত্তি করে তৈরি হয়েছে ইমারজেন্সি ছবিটি। মুখ্য ভূমিকায় আছেন কঙ্গনা রানাওয়াত, অনুপম খের, মিলিন্দ সোমান, শ্রেয়স তালপাড়ে প্রমুখ। এই বিষয়ে জানিয়ে রাখা ভালো কঙ্গনা রানাওয়াত সম্প্রতি তাঁর দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন ছবিটিকে এত ভালোবাসা দেওয়ার জন্য। অন্যদিকে পঞ্জাবের বেশ কিছু জায়গায় যে ছবিটি মুক্তি পায়নি বা শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি এবং অন্যান্য শিখ গোষ্ঠীর বিরোধিতার কারণে সেই বিষয়েও তিনি কথা বলেছেন এদিন।
স্কাই ফোর্স প্রসঙ্গে
এই ছবিটির পরিচালনা করেছেন অভিষেক অনিল কাপুর এবং সন্দীপ কেওলানি। মুখ্য ভূমিকায় আছেন অক্ষয় কুমার, বীর পাহাড়িয়া, সারা আলি খান এবং নিমরত কৌর।