ফের একবার সমস্যার মুখে পড়ল কঙ্কনা রানাওয়াত অভিনীত সিনেমা ইমার্জেন্সি। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময়কালে ভারতে তৈরি হওয়া জরুরি অবস্থা নিয়ে তৈরি হয়েছে এই সিনেমা। তবে বহু জায়গাতেই সিনেমা হলে চালানো হচ্ছে না কঙ্গনার সিনেমা।
সম্প্রতি একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, লন্ডন, উলভারহ্যাম্পটন, বার্মিংহাম এবং ম্যানচেস্টার-সহ বেশ কয়েকটি ব্রিটিশ শহরে সিনেমাটির প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও কিছু সিনেমা হল সমস্ত বাধা অতিক্রম করে সিনেমাটি দেখানোর সিদ্ধান্ত নিয়েছে। গত ১৮ জানুয়ারি লন্ডনের এক প্রেক্ষাগৃহে খলিস্তানি সমাজকর্মীদের হস্তক্ষেপে সিনেমাটির প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়। উপস্থিত দর্শকদের সঙ্গেও সমস্যা তৈরি হয়। ইংল্যান্ডেও সিনেমাটির বিরুদ্ধে প্রতিবাদ চলছে ভীষণভাবে। যা নিয়ে এবার মুখ খুলল ভারতের বিদেশ মন্ত্রক।
আরও পড়ুন: মাকে বিয়ে দিল ১৮ বছরের মেয়ে, গায়ে হলুদে নাচ গীতা এলএলবি অভিনেত্রী মল্লিকার, কে পাত্র
ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমরা আমেরিকার সরকারের থেকে এটাই আশা করব, যারা সিনেমাটি প্রদর্শনে বাধা দিচ্ছেন তাদের বিরুদ্ধে যথাযথ কঠোর এবং উপযুক্ত ব্যবস্থা যাতে নেওয়া হয়, সেইদিকে নজর দিতে।
তিনি আরও বলেন, বাক এবং মত প্রকাশের স্বাধীনতা বেছে বেছে প্রয়োগ করা যায় না। যারা এই স্বাধীনতায় বাধা দিচ্ছে, তাদের জবাবদিহি করতেই হবে। আমাদের হাই কমিশন লন্ডনে প্রতিনিয়ত যোগাযোগ রাখছে।
আরও পড়ুন: ‘কাজের থেকে বেশি পরিবারকে সময় দিয়েছি…’, ঋত্বিকের সঙ্গে দাম্পত্য নিয়ে অকপট অপরাজিতা
আরও পড়ুন: শর্বরী বাদ! কার্তিকের সঙ্গে 'প্রাক্তন' অনন্যাকেই বাছলেন করণ? কী বলছে নেটপাড়া?
তবে শুধু আমেরিকায় নয়, ভারতীয় বেশ কিছু শিখ সংগঠনও এই সিনেমা মুক্তি নিয়ে আপত্তি জানিয়েছিল। সিনেমায় শিখ সম্প্রদায়কে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে দাবি তুলে প্রতিবাদ জানান তাঁরা। শুধু তাই নয়, পাঞ্জাবেও সিনেমাটির প্রদর্শন নিয়ে আপত্তি তোলা হয়।
লন্ডনে সিনেমাটির প্রদর্শন বন্ধ করায় ব্রিটিশ রাজনীতিবিদ বব ব্ল্যাকম্যান খলিস্থানিদের সমালোচনা করেছিলেন। ব্রিটিশ রাজনীতিবিদের পোস্ট দেখার পরেই কঙ্কনা বলেন, আমাদের মৌলিক অধিকারের জন্য ব্রিটিশ মন্ত্রী সরব হয়েছেন কিন্তু ভারতের রাজনৈতিক নেতাদের কোনও কথাই শুনতে পাওয়া যাচ্ছে না। যদিও এবার এই প্রসঙ্গে কথা বলেছেন রণধীর জয়সওয়াল। প্রসঙ্গত, সিনেমায় কঙ্গনা অভিনয় করেছেন ইন্দিরা গান্ধীর চরিত্রে। এছাড়াও অভিনয় করেছেন অনুপম খের, মিলিন্দ সোমন, শ্রেয়স তলপড়ে।