মুক্তি পেল কঙ্গনা রানাওয়াত অভিনীত ইমারজেন্সি ছবিটির ট্রেলার। সেখানেই ধরা পড়ল জরুরি অবস্থা থেকে ৭১ এর ভারত পাক যুদ্ধের ছবি। অটল বিহারি জয়প্রকাশ নারায়ণ হিসেবে নজর কাড়লেন অনুপম খের। জি স্টুডিওর তরফে এই ২ মিনিট লম্বা ভিডিয়ো পোস্ট করা হয়েছে তাঁদের ইউটিউব চ্যানেলে।
আরও পড়ুন: নিজেই নিজের রেকর্ড ভাঙলেন দেব! প্রজাপতিকে টপকে গেল খাদান, ১৭ দিনে ঘরে কত তুলল ছবি?
আরও পড়ুন: 'মা ভাবত ওগুলো...' ছেলের সমস্ত অ্যাওয়ার্ড রহমানের মা তোয়ালে মুড়ে রাখতেন! কেন?
ইমারজেন্সি ছবিটির ট্রেলার
কঙ্গনা রানাওয়াতকে এই ছবিতে ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে। আর তিনি যখন জরুরি অবস্থা ঘোষণার সিদ্ধান্ত নেন তখন দেখা যায় রাষ্ট্রপতি তাঁকে বলছেন গোটা ক্যাবিনেটের সিদ্ধান্ত লাগবে এটার জন্য। জবাবে তিনি স্পষ্ট জানান, 'আমিই ক্যাবিনেট।'
জয়প্রকাশ নারায়ণের চরিত্রে ধরা দেবেন অনুপম খের। শ্রেয়স তালপাড়েকে দেখা যাবে অটল বিহারি বাজপেয়ীকে। মিলিন্দ সোমান করবেন ফিল্ড মার্শাল স্যাম মানেকশর চরিত্রে। ট্রেলারে দেখা গিয়েছে ইন্দিরা গান্ধী স্যাম মানেকশকে জানাচ্ছেন যে তিনি যুদ্ধ চান। এরপর দেখা যায় যুদ্ধের টুকরো ছবি। ট্রেলারের শেষে কঙ্গনা ওরফে ইন্দিরা গান্ধীকে বলতে শোনা যায়, 'ইন্দিরাই ইন্ডিয়া, ইন্ডিয়াই ইন্দিরা।'
এদিন এই ট্রেলার এক্স হ্যান্ডেলে কঙ্গনা রানাওয়াত পোস্ট করে লেখেন, '১৯৭৫, ইমারজেন্সি। ভারতীয় ইতিহাসের একটি মোড় ঘোরানো অধ্যায়। ইন্দিরা: ভারতের প্রথম ক্ষমতাশালী মহিলা। ওঁর উচ্চাকাঙ্ক্ষা, স্বপ্ন বদলে দিয়েছিল দেশকে। কিন্তু ওঁর ইমারজেন্সি তৈরি করেছিল ক্যাওস।'
আরও পড়ুন: আশা জাগিয়েও গোল্ডেন গ্লোবস পেল না পায়েলের অল উই ইমাজিন অ্যাজ লাইট, কোন বিভাগে কোন ছবি পুরস্কৃত হল?
আরও পড়ুন: ধর্ম বদলে হিজাব পরে শাহরুখের হাত ধরে মক্কায় গেছেন গৌরী? ছবি ভাইরাল হতেই হইচই, জানুন সত্যিটা
ইমারজেন্সি ছবিটি প্রসঙ্গে
আগামী ১৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে ছবিটি। ছবিটি লিখেছেন, পরিচালনা করেছেন কঙ্গনা রানাওয়াত। প্রযোজনাও করেছে তাঁর মনিকর্ণিকা ফিল্মস। ১৯৭৫ সালে জারি হওয়া জরুরী অবস্থার উপর ভিত্তি করে তৈরি হয়েছে ইমার্জেন্সি ছবিটি। তবে বেশ কিছু শিখ সংগঠন সহ শিরোমণি অকালি দল এই ছবিটির মুক্তির বিরোধিতা করেছিল। তাঁদের দাবি ছিল ছবিটিতে শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে ভুল তথ্য তুলে ধরেছে। ঐতিহাসিক তথ্যকে বিকৃত করা হয়েছে বলেও দাবি করেছিলেন তাঁরা। এই ছবির জন্য নাকি হুমকিও পেয়েছিলেন কঙ্গনা। 'ইমার্জেন্সি' নিয়ে সেন্সর বোর্ডের সঙ্গে নির্মাতাদের দীর্ঘ বিবাদ চলে। দীর্ঘ টানাপোড়েনের পর সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় 'ইমার্জেন্সি'।