গত ১৭ জানুয়ারি বড়পর্দায় মুক্তি পেয়েছিল কঙ্গনা রানাওয়াতের 'ইমার্জেন্সি'। মুক্তির পর শুরুতে বক্স অফিসে মন্দ ফল করেনি কঙ্গনার এই ছবি। তবে শুরুর দিকে জাঁকিয়ে ব্যবসা করলেও এবার অনেকটাই কমেছে ছবির আয়। মুক্তির ১১ দিনের মাথায় কত আয় করেছে ইমার্জেন্সি?
জানা যাচ্ছে, ছবির মুক্তির ১১ দিনের মাথায় ৮২ শতাংশ কমেছে 'ইমার্জেন্সি'র আয়। এমনকি ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনও ছবির আয় মন্দ হয়নি। সেদিন ছবির আয় ছিল দেশিয় বক্স অফিসে মাত্র ১.১৫ কোটি টাকা। এরপর সোমবার কঙ্গনার ছবির আয় অনেকটাই পড়ে যায়, দাঁড়ায় মাত্র ২০ লক্ষ। অর্থাৎ এদিন কোটির দোরগোড়া থেকে বহু দূরে ছিল এই ছবির আয়।
Sacnilk-এর রিপোর্ট অনুসারে ইমার্জেন্সি ছবির বাজেট ছিল প্রায় ১০০ কোটি। অথচ মুক্তির পর ১১ দিনের মাথায় এই ছবির আয় দাঁড়িয়েছে মাত্র ১৬.৯০ কোটি। অর্থাৎ ১০০ কোটি বহু দূর, ৫০ কোটির ধারেকাছেও নেই কঙ্গনার এই ছবি।
আরও পড়ুন-সইফের হামলায় নারী যোগ! এরাজ্যের নদিয়া থেকে গ্রেফতার ১ মহিলা
এদিকে ইমার্জেন্সির পর ইতিমধ্যেই বক্স অফিসে এসে হাজির হয়েছে আরও একটা হিন্দি ছবি। আর এটা অক্ষয় কুমার-বীর পাহাড়িয়ার ছবি 'স্কাই ফোর্স'। মুক্তির পর থেকে বক্স অফিসে ঝোড়ো ব্যাটিং শুরু করেছে আক্কির ছবি। মুক্তির পর ৪ দিনের মাথায়, অর্থাৎ সোমবার এই ছবির আয় ছিল ৬. ২৫ কোটি টাকা। এখনও পর্যন্ত এই ছবির আয় ৬৮. ৫০ কোটি টাকা। অর্থাৎ ছবিটি এই মুহূর্তে ৭০ কোটির দোরগোড়ায়। আশা করা যায়, খুব শীঘ্রই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়বে এই ছবি।
মুক্তির পর ১ম দিনেই স্কাই ফোর্স-এর আয় ছিল ১২.২৫ কোটি টাকা। তবে সেটা এই বাজেটে তৈরি সিনেমার হিসেবে ছিল বেশ কম। তবে শনিবার আশ্চর্যজনকভাবে আয় বাড়ে ২২ শতাংশ এবং ছবিটি ২২ কোটি আয় করে ফেলে। Sacnilk-এর রিপোর্ট অনুসারে, রবিবার ছবিটি আরও ভালো সংগ্রহ করতে পেরেছে। প্রজাতন্ত্র দিবসে দেশব্যাপী ২৭.৫০ কোটি আয় করে অক্ষয়-বীরের ছবি।
এদিকে দেশের বাইরে বিশ্বব্যপীও ভালোই আয় করছে স্কাই ফোর্স। উদ্বোধনী সপ্তাহন্তে ছবিটি ৮০০,০০০ ডলার আয় করেছে। অর্থাৎ ভারতীয় মুদ্রার নিরিখে এটি ৬.৫ কোটি টাকা আয় করে ফেলেছে। অর্থাৎ প্রথম ৪ দিনে এই ছবির বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ৯০ কোটি টাকা। যদিও আক্কির এই ছবির দর্শক মূলত এদেশেই বেশি, তাই এই ছবির আয় দেশীয় বক্স অফিসেই বেশি হবে বলে ধরে নেওয়া হয়েছিল। আর তেমনটাই ঘটেছে। তবে বলাই বাহুল্য, দীর্ঘ সময় ধরে বক্স অফিসে একের পর এক ধাক্কার পর ‘স্কাই ফোর্স’-এর হাত ধরেই কিছুটা সাফল্যের রাস্তায় ফিরছেন অক্ষয়।
প্রসঙ্গত, অভিষেক অনিল কাপুর এবং সন্দীপ কেওলানি পরিচালিত স্কাই ফোর্স ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান বিমান যুদ্ধের সময়, পাকিস্তানের সারগোধা বিমানঘাঁটিতে হামলার উপর ভিত্তি করে নির্মিত। অক্ষয় কুমার এবং বীর পাহাড়িয়া ছাড়াও এই ছবিতে রয়েছেন সারা আলি খান এবং শরদ কেলকার। ছবিতে ক্যামিও চরিত্রে রয়েছেন নিমরত কৌর।