প্রয়াত বিশিষ্ট অসমীয়া সাহিত্যিক ও সাংবাদিক হোমেন বোরগোঁহাই। গুয়াহাটির একটি বেসরকারি হাসপাতালে বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর। চিকিৎসকরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
করোনা আক্রান্ত হওয়ার পর গত ৭ মে বিশিষ্ট অসমীয়া সাহিত্যিকের কোভিড রিপোর্ট নেগেটিভ আসে। দিন কয়েক আগে বাড়িতে আচমকা পড়ে গিয়েছিলেন তিনি। এরপরই তাঁকে হাসপাতালে ভরতি করা হয়। আজ সকালে তাঁর মৃত্যু সংবাদ আসে।

১৯৩২ সালে ৭ ডিসেম্বর জন্মগ্রহণ করেন তিনি। ১১ টি উপন্যাস এবং ৪ টি নন-ফিকশন লিখেছেন। ১৯৭৮ সালে সাহিত্য আকাদেমি পুরস্কারে সম্মানিত করা হয়েছিল তাঁকে। তবে ভারতে অসহিষ্ণুতার প্রতিবাদ জানিয়ে ২০১৫ সালে সাহিত্য আকাদেমি পুরস্কার ফিরিয়ে দেন তিনি। মৃত্যুর আগে পর্যন্ত অসমীয়া ভাষার একটি দৈনিক সংবাদপত্রের প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব ছিলেন হোমেন বোরগোঁহাই।
তাঁর মৃত্যুতে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অসমের মুখ্যমন্ত্রী হেমন্তবিশ্ব শর্মা বলেছেন, সাহিত্যিকের শেষকৃত্যে রাষ্ট্রীয় সম্মান জানানো হবে।