শ্রীজাতর কথায়, 'সব মিলিয়ে একটা হৈ হৈ বকেয়াই ছিল'। তাই শীতের সন্ধ্যায় কবির বাড়ি আড্ডা দিতে দিব্যি হাজির অপর্ণা সেন আর কল্যাণ রায়। তারপর একে একে কৌশিক, বিরসা, বিদীপ্তা, পরম আর অনিন্দ্য। আড্ডার নাম দেওয়া হয়েছে 'আরশি নগর'।
1/8শীতের সন্ধ্যায় কবি শ্রীজাতর বাড়িতে বসল আড্ডা। সন্ধ্যের শুরুতেই হাজির হয়েছিলেন অপর্ণা সেন এবং কল্যাণ রায়। সঙ্গে কৌশিক সেন। আড্ডায় যোগ দিয়েছিলেন শ্রীজাতর স্ত্রী দূর্বা বন্দ্যোপাধ্যায় এবং কবির মা। (ছবি সৌজন্যে - ফেসবুক)
2/8এই আড্ডার নাম দেওয়া হয়েছিল 'আরশি নগর'। নাম দিয়েছেন শ্রীজাতই। যদিও আড্ডাটি অনুষ্ঠিত করার পরিকল্পনা প্রথম থেকেই নিজে হাতে সাজিয়েছিলেন অপর্ণা সেন। সেকথাও অকপটে স্বীকার করেছেন 'আরশিনগর'-এর হোস্ট স্বয়ং!
3/8হাসির তোড়, হুল্লোড়ের আওয়াজ পার করে রাত ঘন হলো গানবাজনায়। শ্রীজাতর কথায়, 'পরমের হাতে ঝামরে ওঠা গিটার, অনিন্দ্য, বিদীপ্তা আর পরমের উদাত্ত গানের সঙ্গে গলা মিলিয়ে বন্ধুদের কোরাসে ঝলমল করে উঠল ছোট্ট বৈঠকখানা'।
4/8আড্ডা’র মাঝেই সবার শত বারণ টপকে সটান রান্নাঘরে ঢুকে গেলেন 'রিনা’দি'। নিজের পছন্দমতো কায়দায় সবার জন্য স্পেশ্যাল সসেজ আইটেম তৈরি করবেন ব’লে। পাশে দাঁড়িয়ে তখন সেসবের সাক্ষী থাকলেন পরিচালক বিরসা দাশগুপ্ত।