১৪ ফেব্রুয়ারি বড় পর্দায় মুক্তি পেল ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’। সিনেমায় ছত্রপতি শিবাজীর পুত্র সম্ভাজি মহারাজের ভূমিকায় অভিনয় করেছেন ভিকি। ফার্স্ট ডে ফার্স্ট শোয়ে ছাবা দেখে স্বামীর প্রশংসায় পঞ্চমুখ হলেন ক্যাটরিনা।
শুক্রবার বিকেলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ‘ছাবা’ সিনেমার একটি পোস্টার শেয়ার করেছেন ক্যাটরিনা কাইফ। পোস্টার ভাগ করে তিনি লিখেছেন, ছত্রপতি সম্ভাজি মহারাজের গৌরবময় জীবনকে এইভাবে জীবন্ত করে তোলার জন্য অশেষ ধন্যবাদ। একটি অবিশ্বাস্য গল্প চোখের সামনে দেখে আশ্চর্য হয়েছি। সিনেমার শেষ ৪০ মিনিট আমাকে বাকরুদ্ধ করে দিয়েছে। আবার দেখতে চাই।
আরও পড়ুন: ২ মাসের শিশুর ১৬ কোটির ইনজেকশন নিয়ে মজা! ভাইরাল সময় রায়নার পুরনো ভিডিয়ো, নেটপাড়া বলছে, ‘অমানবিক’
ভিকি প্রসঙ্গে ক্যাটরিনা
ভিকির অভিনয়ের প্রশংসা করে ক্যাট লিখেছেন, আমার কাছে কোনও শব্দ সত্যিই নেই। ভিকি তুমি সত্যিই অসামান্য। তুমি যখনই পর্দায় অভিনয় করো, তোমার প্রতিটি শট দুর্দান্ত হয়। প্রত্যেক চরিত্রের জন্য তুমি নিজেকে গিরগিটির মতো পাল্টে ফেলতে পারো। তোমার প্রতিভার জন্য আমি গর্বিত।
দীনেশ ভিজানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ক্যাটরিনা লিখেছেন, আপনাকে আর কি বলব! আপনি সত্যি স্বপ্ন দেখাতে পারেন। আপনি যা বিশ্বাস করেন, সেই বিশ্বাসের ওপর জোর রেখে একটি নতুন পথ তৈরি করতে পারেন আপনি। পুরো কাস্ট অসাধারণ। সবার জন্য আমি ভীষণ গর্বিত। বড় পর্দার জন্য যথাযথ এই সিনেমাটি।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় ‘ছাবা’ স্ক্রিনিং চলাকালীন ভিকির সঙ্গে অংশ নিয়েছিলেন ক্যাটরিনা। অভিনেত্রীকে ফ্লোরাল এমব্রয়ডারি শাড়িতে দেখতে লাগছিল অসাধারণ। সিনেমার স্ক্রিনিং শুরু হওয়ার আগে স্বামীর হাত ধরে ছবি শিকারীদের সামনে পোজ দেন তিনি।
আরও পড়ুন: ‘এত্ত টাকা নেই!’ বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন্স ডে, বরকে কী উপহার দেবেন শ্বেতা?
প্রসঙ্গত, লক্ষণ উতেকরের ছাবা শিবাজী সাওয়ান্তের একটি উপন্যাসের রূপান্তর। সিনেমায় ভিকি ছাড়া সম্রাট ঔরঙ্গজেবের ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় খান্না, মহারানী ইসুবাইয়ের চরিত্রে অভিনয় করেছেন রশ্মিকা মান্দানা।