হায়দরাবাদে 'গুদাচারি ২' ছবির একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে আহত হন অভিনেতা ইমরান হাশমি। বিজনেস অ্যাসোসিয়েট সানি খান্না জানিয়েছেন, গলায় গভীর ক্ষত পাওয়া ইমরান মঙ্গলবার ভোরে মুম্বই ফিরবেন বলে আশা করা হচ্ছে। চোট নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি অভিনেতা। 'গুদাচারি ২' ছবিতে রয়েছেন আদিভি শেশও।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে ইমরান হাসমি ঘোষণা করেছিলেন এই ছবিটির, সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন ফার্স্টলুক পোস্টার। ক্যাপশনে লিখেছিলেন, ‘বৃহত্তম গুপ্তচর ফ্র্যাঞ্চায়ােজি একটি ব্লকবাস্টার সংযোজন পেয়েছে। বোর্ডিং মিশন #G2। শুটিং চলছে।’
এর আগে এক প্রেস বিবৃতিতে ইমরান হাশমি বলেন, 'জি-টু'র কাস্টে যোগ দেওয়া সত্যিই রোমাঞ্চকর। স্ক্রিপ্টটি আকর্ষণীয়, এবং আমি এই স্পাই থ্রিলারটির অংশ হওয়ার অপেক্ষায় রয়েছি।
আরও পড়ুন: পুজোয় জমবে জলসা! প্রাক্তন প্রেমিকার সঙ্গে তেজের ঘনিষ্ট মুহুর্তের ছবি দেখবে সুধা
আদিভি শেশে বলেন, 'জি-টু-তে ইমরান হাশমিকে পেয়ে আমি রোমাঞ্চিত। তার উপস্থিতি নিঃসন্দেহে চলচ্চিত্রে নতুন মাত্রা এনে দেবে।
প্রযোজক টিজি বিশ্ব প্রসাদ জানিয়েছিলেন, ‘ইমরান হাশমির জি-২-তে যোগ দেওয়ায় এই ছবির দাম বাড়াবে। এই প্রকল্পের জন্য আমাদের যে দৃষ্টিভঙ্গি রয়েছে তার সঙ্গে পুরোপুরি খাপ খায় তাঁর প্রতিভা। দর্শকরা এমন কিছু সিনেমাটিক দৃশ্য পাবেন, যা তাঁরা আগে দেখেনি। বা আশাও করেননি। ’
আরও পড়ুন: শ্যুটিং সেট থেকে সোজা হাসপাতালে স্টার জলসার নায়িকা! হল অস্ত্রোপচার, কেমন আছেন…
জি ২' হ'ল আদিভি শেশের ব্লকবাস্টার হিট তেলুগু ছবি 'গুদাচারি'র সিক্যুয়েল, এতে শোভিতা ধুলিপালা এবং জগপতি বাবুও প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন।
আরও পড়ুন: ‘খুব সুন্দর’, বিয়ের পর প্রথম পুজো! পরম-পিয়ার রোম্যান্টিক ছবিতে মুগ্ধ কুণাল ঘোষ
ইমরানকে শেষ দেখা গিয়েছিল ডিজনি + হটস্টার সিরিজ শোটাইমে। সুমিত রায় প্রযোজিত এই সিরিজে আরও অভিনয় করেছিলেন মৌনি রায়, বিজয় রাজ, শ্রিয়া সরন, রাজীব খান্ডেলওয়াল এবং নাসিরুদ্দিন শাহ। ছিলেন সলমন খানের টাইগার ৩-তেও।
মাঝে বেশ কিছু বছর তিনি নিজেকে সরিয়ে রেখেছিলেন শোবিজের দুনিয়া থেকে। ২০১৩-তে সাংঘাই, জন্নত ২-এর পর বহুদিন কোনো ছবিতে দেখা যায়নি তাঁকে। ছেলে ক্যানসারের সঙ্গে লড়াই করছি, ফলে পরিবারের কাছে ছিল সেটা খুব কঠিন সময়। এছাড়াও ইমরানকে টাইপকাস্ট করেছিল বলিউড। একসময় তো নামই হয়ে গিয়েছিলে ‘কিসিং কিং’।