করণ জোহরের শো-তে বসে মল্লিকাকে শেরাওয়াতকে ‘ব্যাড কিসার’ তকমা দিয়েছিলেন ইমরান হাশমি। জানিয়েছিলেন, পর্দায় মল্লিকাকে চুমু খাওয়ার অভিজ্ঞতা মোটেই সুখকর ছিল না। ২০০৪ সালে মার্ডার ছবিতে দর্শক একসঙ্গে দেখেছিল দুজনকে। এই ছবিতে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে রাতারাতি চর্চার কেন্দ্রে উঠে আসেন ইরমান ও মল্লিকা। ইমরানের কপালে জোটে ‘সিরিয়াল কিসার’ তকমা। আরও পড়ুন-‘মার্ডার’-এর সেই Hot জুটি! দীর্ঘ ২০ বছর পর মল্লিকাকে কাছে পেয়ে কী করলেন ইমরান হাশমি
মার্ডার ছবি জুড়ে ছিল যৌনতা এবং মুহুর্মুহু চুম্বনের দৃশ্য। পর্দায় তাঁদের রসায়ন জমলেও বাস্তবের ছবিটা ছিল একদম উলটো। মার্ডারের সেটেই নাকি তুমুল ঝামেলা হয়েছিল দুজনের। তারপর থেকে মুখ দেখাদেখি বন্ধ ছিল ইমরান-মল্লিকার। মাস দুয়েক আগে সব দূরত্ব ভুলে কাছাকাছি আসেন তাঁরা। এক বিয়ের অনুষ্ঠানে হঠাৎ দেখা দুই পুরোনো সহকর্মীর। মল্লিকাকে দেখেই জড়িয়ে ধরেন ইমরান, একসঙ্গে পোজও দেন পাপারাৎজিদের জন্য। এপ্রিল মাসে আনন্দ পণ্ডিতের মেয়ের বিয়েতে ধরা পড়েছিল সেই দৃশ্য। এবার মল্লিকার সঙ্গে আবার কাজের ইচ্ছে প্রকাশ করলেন নায়ক।
মল্লিকার সঙ্গে কাজ করতে চান ইমরান
নিউজ ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে ইমরান হাশমি দুজনের ঝামেলা প্রসঙ্গে বলেন, ‘আমাদের তখন বয়স অল্প, দুজনেই বোকা ছিলাম। আপনি আপনার জীবনের এমন একটি পর্যায়ের মধ্য দিয়ে যান যখন আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এত সীমিত যে আপনি আবেগপ্রবণ হয়ে পড়েন। কিছু বাজে কথা সে বলেছে আর কিছু আমি বলেছি। কিন্তু সেসব তো অতীত। আমরা সে সব একপাশে সরিয়ে রেখেছি। অনেক আগের কথা। ওর সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো। আমরা পরস্পরকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছি। মল্লিকা এমন একজন সহ-অভিনেতা যার সঙ্গে আমি আবার কাজ করতে চাই’।
মল্লিকার সঙ্গে বিয়ে বাড়িতে মোলাকাত প্রসঙ্গে ইমরান বলেন, ‘এটি খুব উষ্ণ এবং সৌহার্দ্যপূর্ণ ছিল। অনেকদিন পর তাকে দেখলাম। আমার মনে হয় না আমাদের এমন এনকাউন্টার অনেকদিন হয়েছে। গত মাসে প্রযোজক অনন্ত পণ্ডিতের মেয়ের বিয়েতে দেখা করে ভালো লাগলো’।
মল্লিকাকে ইমরানের অতীত কটাক্ষ
অনুরাগ বসুর ইরোটিক থ্রিলার ‘মার্ডার’ই ছিল ইমরান ও মল্লিকার প্রথম হিট ছবি। ভক্তরা পর্দায় তাদের সিজলিং কেমিস্ট্রি নিয়ে উচ্ছ্বসিত। তবে প্রকাশ্যে একে অপরের সম্পর্কে খারাপ কথা বলতে শুরু করায় দুজনের ইগোর সংঘাত শুরু হয়। ২০১৪ সালে 'কফি উইথ করণ'-এর সিজন ৪-এ মল্লিকাকে 'খারাপ কিসার' বলে কটাক্ষ করার পাশাপাশি ইমরান নায়িকার ইংরাজি এবং হলিউডে কেরিয়ার গড়ার চেষ্টা নিয়ে বিদ্রুপ করেছিলেন।
২০২১ সালে, মল্লিকা দ্য লাভ লাফ লাইভ শো, সিজন ৩-এ বলেছিলেন, ‘সবচেয়ে মজার ব্যাপার হল মার্ডার-এর পর আমরা কথা বলতাম না এবং এখন আমি মনে করি এটি খুব শিশুসুলভ ছিল। আমার মনে হয়, সিনেমার পর প্রোমোশনের সময় আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। এটি আমার পক্ষ থেকে অযাচিত এবং এত শিশুসুলভ ছিল।’
ইমরানকে আগামীতে শোটাইমে দেখা যাবে। মল্লিকাকে শেষ দেখা গিয়েছিল পাম্বাত্তম ছবিতে। মার্ডার ছবিতে ইমরান-মল্লিকা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল অস্মিত প্যাটেলকে।