২০২১ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। দীর্ঘদিন ডেট করার পর অবশেষে এক হয়েছিলেন তাঁরা। তৃতীয় বিবাহ বার্ষিকীতে রাজস্থানে কিছুটা একান্ত সময় কাটালেন এই তারকা জুটি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই বিশেষ মুহূর্তের ছবিগুলি।
অ্যানিভার্সারি উপলক্ষে যে সমস্ত ছবি ক্যামেরাবন্দী করেছিলেন সেগুলির মধ্যে কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী। ক্যাটরিনার পোস্ট করা প্রথম ছবিতে দেখা যায় তিনি একটি হলুদ পোশাক পরে বসে রয়েছেন। সম্ভবত ব্রেকফাস্ট করার জন্যই তিনি অপেক্ষা করছিলেন।
আরও পড়ুন: ‘সরস্বতীকে অসম্মান…’! রাজস্থানের মুখ্যমন্ত্রীর কোন কাজে এতটা বিরক্ত হলেন সোনু নিগম?
আরও পড়ুন: ‘আমি প্রেগন্যান্ট, ভুল করিনি চাইলে আমায় বাদ দাও! ফের মা হতে চাই’, আমিরকে ফোন করিনার, তারপর…
দ্বিতীয় ছবিতে আঁকাবাঁকা পথ ধরে বহু দূরে চলে যেতে দেখা যায় অভিনেত্রীকে। অভিনেত্রীর পরনে ছিল সাদা শার্ট, কালো প্যান্ট এবং সোয়েটার। তৃতীয় ছবিতে বেশ মিষ্টি একটি বাঘের ছবি দেখতে পাওয়া যায়, চতুর্থ ছবিতে দেখতে পাওয়া যায় একটি হরিণের ছবি।
চতুর্থ ছবিতে সাফারি গাড়ির একটি অনবদ্য ছবি তুলতে দেখা যায়। সূর্যাস্তের সময় তোলা এই ছবিটি এক কথায় অপূর্ব। পঞ্চম ছবিতে রাজস্থানের চিরাচরিত আঙ্গিকে সাজানো একটি খাবার টেবিলের ছবি পোস্ট করা হয় যেখানে দুটি লন্ঠনও জ্বলতে দেখা যায়।
ষষ্ঠ ছবিটি দেখলেই আপনার মনে হবে যে আর কিছুদিনের মধ্যেই চলে আসবে ক্রিসমাস। একটি বিরাট বড় ক্রিসমাস ট্রি ছবিতে ধরা পড়েছে, যেটি আর কিছুদিনের মধ্যেই সাজানো হবে ক্রিসমাস উপলক্ষে। সপ্তম ছবিতে নীল রঙের সোয়েটার এবং টুপি পরে বসে থাকতে দেখা যায় অভিনেত্রীকে।
অষ্টম ছবিতে দুটি জোড়া বাঘের ছবি দেখতে পাওয়া যায়। নবম ছবিতে প্রকৃতির একটি দৃশ্য এবং দশম ছবিতে একটি বর্ন ফায়ারের দৃশ্য চোখে পড়ে। একাদশ ছবিতে ধরা পড়ে দুটি ওয়াইন গ্লাসের ছবি। তৃতীয় বিবাহ বার্ষিকী উপলক্ষে বিদেশে না গিয়ে, ভারতের রাজস্থানের ঠিক এই ভাবেই একে অপরের সঙ্গে সময় কাটালেন ভিকি এবং ক্যাটরিনা।
আরও পড়ুন: ‘আগে গানের মানে জেনে…’, সারেগামাপায় সুস্মিতার সমালোচনা করে কটাক্ষে কৌশিকী, হল শ্রেয়ার সঙ্গে তুলনা
ক্যাটরিনা আপাতত কোনও সিনেমায় অভিনয় না করলেও ভিকির হাতে এখন পরপর রয়েছে সিনেমার কাজ। একদিকে তিনি যেমন ছত্রপতি শিবাজীর ভূমিকা অভিনয় করবেন ‘ছাভা’ সিনেমায়, তেমন অন্যদিকে রণবীর কাপুর এবং আলিয়া ভাট - এর সঙ্গে ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় অভিনয় করবেন তিনি।