শক্তিমানের আইকনিক চরিত্রটিকে বড় পর্দায় দেখানোর জন্য বারবার চেষ্টা করেছেন পরিচালকরা। তবে শক্তিমানকে বড় পর্দায় দেখানোর জন্য সবার আগে অনুমতি দরকার মুকেশ খান্নার, যিনি এই চরিত্রটিকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন। কিন্তু হাজার চেষ্টা করেও মুকেশ খান্না বিক্রি করতে চাননি শক্তিমানের সত্তা, কিন্তু কেন?
বড় পর্দায় শক্তিমানের চরিত্রে কাকে মানাবে তা নিয়ে বেশ কিছু মাস ধরেই চলছে তুমুল আলোচনা। রণবীর সিংকে শক্তিমানের চরিত্রে একেবারেই মানতে নারাজ মুকেশ খান্না, তবে সম্প্রতি ‘পুষ্পা ২’ সিনেমাটি দেখে তিনি আল্লু অর্জুনকে শক্তিমানের চরিত্রে বেশি নেওয়ার প্রস্তাব জানিয়েছেন।
আরও পড়ুন: দেওয়াল জুড়ে জনপ্রিয় ছবির ক্যারিকেচার! জন্ম শতবর্ষে রাজ কাপুরকে অভিনব কায়দায় শ্রদ্ধা সচিনের
সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে কথোপকথনের সময় মুকেশ খান্না জানান, শক্তিমানের চরিত্রটির জন্য যে শুধুমাত্র রণবীর সিং তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন তা নয়, প্রায় এক দশক আগে এই চরিত্রটির জন্য আদিত্য চোপড়ার তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল মুকেশ খান্নার সঙ্গে। তবে ১০ বছর আগে আদিত্য চোপড়ার কাছ থেকে যে প্রস্তাব এসেছিল তা নাকচ করে দেন মুকেশ খান্না।
অভিনেতার বক্তব্য অনুযায়ী, আদিত্যের তরফ থেকে যারা আমার কাছে এসেছিলেন তাদের আমি জানিয়েছিলাম, তুমি যদি শক্তিমান বানাতে চাও তাহলে আমাকে দিয়ে বানিয়ে নাও। এই চরিত্রটি নিয়ে ডিস্কো ড্রামা বানাতে আমি দেব না। তাই আমি এই চরিত্রটি ব্যবহার করার অনুমতি কাউকেই দেব না।
আরও পড়ুন: ৯০ বছরে পা শ্যাম বেনেগালের, এই বয়সেও একসঙ্গে ২-৩ টি প্রজেক্টে কাজ করছেন!
আরও পড়ুন: হাসিনা ‘মা’ হলে ইউনুস ‘বাবা’! পাল্টি খেতে চাপ নেই জয়ের
তবে আল্লু অর্জুনকে দেখে বেজায় খুশি হয়েছেন মুকেশ খান্না। পর্দার শক্তিমানের মতে, পুষ্পা অভিনেতার মধ্যে শক্তিমান হওয়ার যোগ্যতা রয়েছে। যদি দক্ষিণী অভিনেতা চান, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তবে আল্লু অর্জুনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করলেও রণবীর নিয়ে ভীষণ হতাশ মুকেশ।
পর্দার শক্তিমান বলেন, একজন অভিনেতা হয়তো সমস্ত ধরনের চরিত্রে অভিনয় করতে পারেন কিন্তু শক্তিমান শুধুমাত্র একটি চরিত্র নয়। এটি বহু মানুষের কাছে ইমোশান। শক্তিমানের চরিত্রে অভিনয় করার জন্য শুধু অভিনেতা হলেই হবে না, যোগ্যতাও থাকতে হবে।