গত মাসেই সাত পাকে বাঁধা পড়েছেন কেএল রাহুল ও আথিয়া শেট্টি। গত ২৩ জানুয়ারি ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিতে চার হাত এক হয়েছে এই তারকা জুটির। বিয়ের খবর সামনে আসবার পর থেকেই সংবাদ শিরোনামে রাহুল-আথিয়া। এবার পরস্পরের সিক্রেট ফাঁস করলেন তাঁরা।
এক নামী ম্যাগাজিনের ফেব্রুয়ারি মাসের কভার পেজে দেখা মিলেছে রাহুল-আথিয়ার মাখোমাখো রোম্যান্সের ছবি। সেখানে বাথরোব জড়িয়ে পোজ দিতে দেখা গিয়েছিল আথিয়াকে। সেই শ্য়ুটের নেপথ্য়ের ঝলক এবার প্রকাশ্যে এল। শ্যুটিংয়ের ফাঁকে পরস্পরের সম্পর্কে নানান প্রশ্নের উত্তর দিয়েছেন দুজনে। তারকা দম্পতির অনেক উত্তরই চমকে দিয়েছে ফ্যানেদের। আথিয়া জানান, দুজনের মধ্যে রাহুল ভালো রাঁধুনি। ফাঁস করেন লকডাউনে রুটি জ্বালিয়ে ফেলেছিলেন নায়িকা। কে ভালো গাড়ি চালায়? সুনীল শেট্টির জামাই বলেন, ‘ও জানেই না গাড়ি চালাতে’। পাশে বসে আথিয়া বলে উঠেন, ‘হ্যাঁ, আমি কাউকে জীবন সংকটে ফেলত চাই না’।
কে প্রথম প্রেম প্রস্তাব দিয়েছিল? এই প্রশ্ন শুনে দুজনেই বেশ চিন্তিত। আথিয়া বলেন, ‘আমার তো মনে নেই.. বোধহয় ওই দিয়েছিল’। সম্মতি জানান রাহুলও। দুজনের মধ্যে ঝগড়া হলে প্রতিবার ক্ষমা চাইতে হয় আথিয়াকেই আক্ষেপের সুরে বলেন রাহুল ঘরণী। চুপিচুপি রাহুলকে বলতে শোনা গেল, ‘হ্যাঁ, কারণ ভুলটা ওই করে, আমি নয়’।
পরবর্তী ধাপে পরস্পরের জন্য কিছু প্রশ্ন রাখেন যুগল। সেখানে আথিয়ার ক্রিকেট নিয়ে জ্ঞানের পরীক্ষা নেন রাহুল। ফ্রি-হিট কী থেকে রাহুলের রেকর্ড, সবকিছুই গড়গড়িয়ে বললেন আথিয়া। এরপর আথিয়ার প্রশ্ন ছিল, পরিবারের কাকে সবচেয়ে বেশি ভয় পান আথিয়া? এবং কে আথিয়ার সবচেয়ে কাছের মানুষ? রাহুল অকপট জবাব, ‘আথিয়া কাউকে ভয় পায় না, বরং গোটা পরিবার আথিয়াকে ভয় পায়। আর হ্যাঁ, ও সবচেয়ে বেশি ঘনিষ্ঠ ওর মায়ের’।
চার বছরের সম্পর্ক রাহুল-আথিয়ার। সুনীল শেট্টির খান্ডালার খামার বাড়িতে বসেছিল রাহুল-আথিয়ার বিয়ের আসর। বিয়েতে হালকা গোলাপি লেহেঙ্গায় সেজেছিলেন আথিয়া, সঙ্গে পরেছিলেন কুন্দনের নকশা কাটা জড়োয়া হার। কেএল রাহুলের দেখা মিলেছিল সাদা রঙা শেরওয়ানিতে। বিয়ের আসরে ১০০ জন অতিথি উপস্থিত ছিল দুই তরফে। জানা গিয়েছে আইপিএলের পর্ব মিটলে অনুষ্ঠিত হবে রাহুল-আথিয়ার রিসেপশন পর্ব।
দু-দিন আগেই মুম্বই এয়ারপোর্টে লেন্সবন্দি হন তারকা জুটি। হার্দিক-নাতাশার হোয়াইট ওয়েডিং-এর অংশ হতে উদয়পুর উড়ে গিয়েছিলেন তাঁরা।