বলিউডের অন্যতম আদুরে তুতো ভাইবোন হলেন এষা দেওল এবং অভয় দেওল। তাঁদের মধ্যে যে দারুণ একটি বন্ডিং রয়েছে সেটা সকলেই জানেন। আর এদিন সেটা তাঁরা আবারও প্রমাণ করলেন একটি মজার ছবি পোস্ট করে।
১১ মে এষা তাঁর ভক্তদের চমক দিয়ে একটি মজার সেলফি পোস্ট করেন সেখানে তাঁর সঙ্গে অভয় দেওলকে দেখা যাচ্ছে। আর সেই ছবিতেই তাঁরা যে একে অন্যের লেগপুল করছিলেন সেটা স্পষ্ট।
আরও পড়ুন: সমদীপ্তার ভাবনায় মিলে গেল ভিদা করো আর তোমারও অসীমে! অরিজিৎ - রবি গানের ম্যাশাপে মুগ্ধ নেটপাড়া
এষা এদিন যে ছবিটি পোস্ট করেছেন সেখানে পিঙ্ক প্যান্থারের অডিও থিমের গানটি জুড়ে দিয়েছেন। আর সেখানেই অভয়কে মিস্টার ডি হিসেবে চিহ্নিত করে দেন। আর এটা দেখেই হেসে গড়িয়ে পড়েছেন তাঁদের অনুরাগীরা।
কেবল কি এতটাই? অভয়ও মজা করে বোনের পোস্টে উত্তর দিয়েছেন। তিনি এদিন এষার পোস্টে কমেন্ট করেন, 'এর পরের পোস্টে তোমার উচিত ব্ল্যাক প্যান্থার থিম উচিত করা।' আর তাতেই তাঁদের অনুরাগীরা হেসে কূলকিনারা পাচ্ছেন না।
আরও পড়ুন: আইভরি লেহেঙ্গায় কৌশাম্বি যেন রাজকন্যা, বরের হাত ধরে এলেন রিসেপশনে, কেমন সেজেছিলেন আদৃত?
এষা এবং অভয়ের মধ্যে যে দারুণ একটা বন্ডিং আছে সেটা সকলেই জানেন। আর এদিন সেটা আবারও নতুন করে প্রমাণিত হল। প্রসঙ্গত এষা বর্তমানে তাঁর স্বামী ভরত তখতানি এবং দুই মেয়ে রাধা এবং মিরায়াকে নিয়ে সুখে সংসার করছেন। অন্যদিকে অভয় দেওলকে অগণিত3 বান টিক্কি ছবিতে দেখা যাবে। সেখানে তাঁর সঙ্গে শাবানা আজমি, জিনাত আমানকে দেখা যাবে।