কো-স্টারদের সঙ্গে নাম জড়ানো বলিউডে খুব সাধারণ ব্যাপার। কখনও কখনও এর পেছনে সত্যতা থাকে, কখনও আবার পুরোটাই হয় গুজব। একবার এমনই একটি গুজবের সম্মুখীন হয়েছিলেন হেমা মালিনীর বড় মেয়ে এষা দেওল। এত বছর পর এবার সেই গুজব নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। কী বললেন তিনি?
১৪ বছর পর এষা বড় পর্দায় ফিরছেন ‘তুমকো মেরি কসম’ ছবির হাত ধরে। সম্প্রতি
দ্য কুইন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেম নিয়ে গুজব প্রসঙ্গে মুখ খুললেন এষা। তিনি বলেন, ‘আমার নাম অনেক কো-স্টারদের সঙ্গে জড়িয়েছিল। এই সব খবরের মধ্যে যেমন কিছু সত্যি ছিল, তেমন কিছু গুজবও ছিল। ’
আরও পড়ুন: বলিউডকে বাঁচিয়ে রাখার জন্য দর্শকদের কাছে কাতর আবেদন জাভেদ জাফরির! কী বললেন?
আরও পড়ুন: টলির পর এবার বলিউড কাঁপাতে প্রস্তুত নুসরত, কার বিপরীতে অভিনয় করবেন তিনি?
তিনি বলেন, ‘একবার অজয়ের সঙ্গে আমার নাম জড়িয়ে দেওয়া হয়। আমাদের একসঙ্গে দেখলেই বলা হত আমরা ডেট করছি। আমি কিন্তু অজয়কে খুব শ্রদ্ধা করি।আমাদের মধ্যে একটা ভীষণ সুন্দর সম্পর্ক ছিল। ’
গুজব নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘এই গুজব রটার পেছনে একটা বড় কারন হল, আমরা সেই সময় বেশ কয়েকটি সিনেমা করছিলাম একসঙ্গে। এই একটা কারণেই আমাদের নিয়ে গল্প তৈরি করত মানুষ।’
আরও পড়ুন: সিকান্দর নিয়ে চড়ছে পারদ! কবে মুক্তি পাচ্ছে সলমনের ছবি? কী আপডেট দিলেন ভাইজান?
আরও পড়ুন: হায়দরাবাদে বসবে মিস ওয়ার্ল্ডের আসর! কত কোটি বরাদ্দ করল তেলেঙ্গানা সরকার?
উল্লেখ্য, এষা এবং অজয় একসাথে বেশ কিছু ছবিতে কাজ করেছেন একসময়, যার মধ্যে রয়েছে ‘যুবা’, ‘ম্যাঁ ঐসা হি হুঁ’ এবং ‘ক্যাশ’। ২০২২ সালে তাঁরা ‘রুদ্র’ ওয়েব সিরিজেও একসাথে কাজ করেছেন।
এষা ২০০২ সালে ‘কোই মেরে দিল সে পুছে’ ছবি দিয়ে তিনি বলিউডে অভিষেক করেছিলেন। তিনি ‘এল ও সি কার্গিল’, ‘যুবা’, ‘ইনসান’, ‘কাল’ ইত্যাদি ছবিতেও অভিনয় করেছেন।