সালটা ছিল ২০০৪, দিনটা ২৭ অগস্ট, মুক্তি পেয়েছিল যশরাজ ফিল্মসের ছবি 'ধুম'। ছবিটি ছিল ব্লকবাস্টার। ছবিতে ছিলেন জন আব্রাহাম, অভিষেক বচ্চন, উদয় চোপড়া, এষা দেওল এবং রিমি সেনের মতো তারকারা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এষা দেওল সেই ছবিতে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। এষা জানিয়েছেন, তাঁকে ওই ছবির জন্য কখনওই অডিশন দেননি নিজের ভূমিকার জন্য শারীরিক পরিবর্তন আনতে মাত্র ৬ মাস সময় দেওয়া হয়েছিল।
ধুম-এ এষার বিকিনি লুক সেই সময়ে একটি বিশাল আলোচনার বিষয় হয়ে ওঠে। এষা উল্লেখ করেন যে ওই দৃশ্যে রাজি হওয়ার আগে তিনি তার মা হেমা মালিনীর অনুমতি চেয়েছিলেন। প্রসঙ্গক্রমে যখন এষাকে জিজ্ঞাসা করা হয়, যে তিনি তাঁর বাবা, প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রের অনুমতি নিয়েছিলেন কি? এষা ব্যাখ্যা উত্তর দেন, যে তার মায়ের সম্মতি পাওয়াই তাঁর কাছে যথেষ্ট ছিল, বাবার অনুমতির প্রয়োজন হয়নি। বলিউড হাঙ্গামাকে এষা বলেন, ‘না। আমার মায়ের কাছ থেকে অনুমতি নেওয়াটা আমার বাবার থেকে অনুমতি পাওয়ার মতোই ভালো ছিল।’
এর আগে এষা বলিউড বাবলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন প্রযোজক আদিত্য চোপড়া যখন তাঁকে ছবিতে বিকিনি পরার কথা বলেছিলেন, তখন তিনি তাঁর মাকে জিগ্গেস করেন, যে সেটা পরবেন কিনা? আর মাকে এবিষয়ে প্রশ্ন করার আগে তিনি নার্ভাস ছিলেন বলেই জানিয়েছিলেন এষা। তবে এক্ষেত্রে হেমা মালিনী মেয়েকে সমর্থনই করেছিলেন বলে জানান এষা। তাঁর কথায়, আদিত্য চোপড়া তাঁকে বলেন ‘আপনি যখন আপনার বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে বাইরে যান তখন তো এটা পরেন। তাই এবার ছবিতেও এটা সেভাবেই পরুন। শুধু খেয়াল রাখবেন, সেটা যেন মানানসই হয়।’
'ধুম'-এ চরিত্রটির জন্য নিজেকে তৈরি করতে তাঁকে ঠিক কী করতে হয়েছে, সেটাও সাক্ষাৎকারে জানিয়েছেন এষা। তিনি বলেন, ‘আলাদা করে আমার কোনও অডিশন হয়নি, শুধু লুক টেস্ট হয়েছিল। তবে আমাকে বিকিনির জন্য প্রয়োজনীয় ছাঁচে নিজের শরীরকে গড়ে তোলার জন্য সময় দেওয়া হয়েছিল। আমি অনেক পরিশ্রম করেছি।’
প্রসঙ্গত এষা যখন ধুম- ছবিতে কাজ করেন, ততদিনে তিনি কুছ তো হ্যায়, কেয়া দিল নে কাহা, না তুম জানো না হাম-এর মতো ছবিতে কাজ করে ফেলেছেন। তবে ধুম ছবিটি এষা দেওলের কেরিয়ারে সবথেকে বড় হিট ছিল।
যদিও এষা দেওলকে ধুম-এর পরবর্তী ফ্র্যাঞ্চাইজিগুলিতে আর দেখা যায়নি। তবে শোনা যাচ্ছে যশ রাজ ফিল্ম নাকি ধুম-৪ আনতে চলেছে। তবে আনুষ্ঠানিকভাবে সেবিষয়ে এখনও কোনও ঘোষণা করা হয়নি।