আজ অর্থাৎ ২১ মার্চ বড় পর্দায় মুক্তি পেয়েছে হেমা মালিনীর বড় কন্যা এষা দেওলের নতুন সিনেমা ‘তুমকো মেরি কসম’। এতদিন তিনি সিনেমার প্রচার নিয়ে ভীষণ ব্যস্ত ছিলেন। কিছুদিন আগে সংবাদ মাধ্যমের সঙ্গে সিনেমা প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, তাঁর মা অর্থাৎ হেমা মালিনী তাঁকে স্বাধীনচেতা হওয়ার জন্য এবং জীবনে প্রেমে পড়ার জন্য পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তিনি সব কথা মেনে উঠতে পারেননি।
দ্যা কুইন্টের সঙ্গে সাক্ষাৎকার দিতে গিয়ে এষা বলেন, ‘আমার মা ছোট থেকেই আমাকে মূল্যবোধ শিখিয়েছেন। বিয়ের পরেও একজন মেয়ের নিজের পরিচয় গড়ে তোলা দরকার। প্রতিটি মেয়ের স্বাধীন হওয়া বা আত্মপরিচয় তৈরি করা কতটা গুরুত্বপূর্ণ, তা তিনি বারবার বলতেন।’
আরও পড়ুন: শ্যুটিং শেষে ওড়িশা ভ্রমণ রাজামৌলির, পাহাড়ে যথেচ্ছ আবর্জনা দেখে হতাশ পরিচালক
আরও পড়ুন: 'আমরা একসঙ্গে অনেক…', সত্যি কী অজয়ের সঙ্গে প্রেম করতেন এষা? কী বললেন তিনি?
ধর্মেন্দ্রর বড় কন্যা বলেন, ‘মা সবসময় বলেন, জীবনে কঠোর পরিশ্রম করে নিজের জায়গা তৈরি করো। তোমার একটি পেশা রয়েছে, সেখানে নিজেকে প্রতিষ্ঠিত কর। যদি প্রতিষ্ঠিত নাও করতে পারে কখনও হাল ছেড়ো না, সব সময় চেষ্টা করে যাও। কাজ করা কখনও থামিও না।’
এষা আরও বলেন, ‘মা আমায় সব সময় বলেন যে জীবনে প্রেমকে কখনও হারিয়ে ফেলো না। একজন চলে যাওয়ার মানে এই নয় যে তুমি ভালোবাসতে ভুলে যাবে। প্রেম এমন একটি অনুভূতি, যা আমরা সকলেই নিজেদের জীবনে চাই। তবে মায়ের এই কথা আমি মানতে পারিনি। আমার জীবনে আর প্রেম আসে নি।’
আরও পড়ুন: 'গজনির মতোই প্রতিপদে...', 'সিকান্দার'-এর স্ক্রিপ্ট নিয়ে কী বললেন পরিচালক?
আরও পড়ুন: 'আমায় ওই চরিত্রে দেখে লোকে...', সুযোগ পেয়েও কোন চরিত্রের জন্য করণকে না বলেছিলেন ঐশ্বর্য?
এষা প্রসঙ্গে
ধর্মেন্দ্র এবং হেমা মালিনীর বড় মেয়ে এষা। ২০১২ সালে তিনি ভরত তখতানিকে বিয়ে করেছিলেন। রাধা এবং মিয়ারার জন্ম হয় যথাক্রমে ২০১২ এবং ২০১৭ সালে। সবকিছুই ঠিক ছিল কিন্তু তারপর আচমকাই ১১ বছর পর ডিভোর্সের সিদ্ধান্ত নেন এষা। বর্তমানে তিনি একজন সিঙ্গল মাদার।
এষার কাজ প্রসঙ্গে
বর্তমানে বিক্রম ভাট পরিচালিত ‘তুমকো মেরি কসম’ সিনেমায় অভিনয় করেছেন এষা। ডক্টর অজয় মুরদিয়ার জীবনের উপর ভিত্তি করে তৈরি হওয়া এই সিনেমায় এষা ছাড়া অভিনয় করেছেন অনুপম খের, আদা শর্মা এবং ইশওয়াক সিং।