ভক্তদের দৃষ্টি আকর্ষণ করে বলিউড অভিনেত্রী এষা দেওল তাঁর প্রাক্তন স্বামী ভরত তাখতানিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। প্রাক্তন দম্পতি, যারা এক দশকেরও বেশি সময় ধরে বৈবাহিক সম্পর্কে থাকার পরে ২০২৪ সালে আলাদা হয়ে গিয়েছিলেন। তবে ডিভোর্সের পরেও, দুজনে একটি বন্ধুত্বপূর্ণ বন্ধন ভাগ করে নিয়েছেন। কদিন আগেও ভরত আর এষাকে লাঞ্চ ডেটে দেখা যায়।
এরপর রবিবার এষা তাঁর প্রাক্তন স্বামী ভারত তাখতানিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। রবিবার এষা ইনস্টাগ্রামে ভরতের ছবি শেয়ার করেন। ছবির পাশাপাশি তিনি হৃদয়গ্রাহী ক্যাপশন লিখে বিশেষ দিনে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। তিনি লেখেন, ‘আমার বাচ্চাদের বাবাকে জন্মদিনের শুভেচ্ছা। সুখে থাকো, সুস্থ থাকো।’

মাত্র এক সপ্তাহ আগে এষা এবং ভরতকে একটি 'পারিবারিক ডিনার'-এর জন্য পুনরায় একত্রিত হতে দেখা গিয়েছিল, যেখানে ভরত একটি রেস্তোরাঁয় এষা এবং তার বোনের সঙ্গে একটি সেলফি পোস্ট করেছিলেন, এমন একটি মুহুর্ত যা তাদের অব্যাহত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে প্রতিফলিত করে।
তারকা হেমা মালিনি এবং ধর্মেন্দ্র কন্যা এষা দেওল এবং ভারত তাখতানি ২০১২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতি ২০১৭ সালে তাঁদের প্রথম কন্যা সন্তান রাধ্যাকে স্বাগত জানান। ২০১৯ সালে তাঁদের কন্যা সন্তান মিরায়াকে স্বাগত জানান। বিয়ের ১১ বছর পরে, তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে যৌথ বিবৃতির মাধ্যমে তাঁরা সেই ঘোষণাটি করেন।
এদিকে ২০২৫ সালে ভরত তখতানি সম্প্রতি মেঘনা লখানির সঙ্গে নতুন সম্পর্কের কথা ঘোষণা করেছেন। মেঘনা পেশায় উদ্যোগপতি। ২০১৯ সালে তৈরি হওয়া আরবের একটি সংস্থার মালকিন তিনি। কিছু দিন আগেই ইউরোপে একসঙ্গে ঘুরতে দেখা গিয়েছিল ভরত ও মেঘনাকে। অনলাইনে ভাইরাল হওয়া একটি পোস্টে দেখা গিয়েছিল, ভরতের বাহুডোরে ধরা দিয়েছেন মেঘনা। সেই ছবিই ভাগ করে নিয়ে মেঘনা তাঁর সমাজমাধ্যমে লিখেছিলেন, ‘এখান থেকেই সফর শুরু’। আর ভরত তাঁর নতুন সঙ্গীর সঙ্গে ছবি দিয়ে লেখেন, ‘পরিবারে আপনাকে স্বাগত’। এবং হ্যাশট্যাগে যুক্ত করেন #itsofficial।