বলিউড অভিনেত্রী এষা দেওল এবং তাঁর প্রাক্তন স্বামী ভারত তখতানিকে তাঁদের বিবাহবিচ্ছেদের পর ফের একসঙ্গে দেখা গিয়েছে। এক বছর আগে দুজনে যৌথভাবে বিচ্ছেদের ঘোষণা করেন। এখন তাদের দুজনকে একসঙ্গে দেখে রীতিমতো হতবাক নেটপাড়া।
পেশায় হিরে ব্যবসায়ী, হেমা মালিনির প্রাক্তন জামাই ভরত নিজেই তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই আউটিংয়ের ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে এষা, তার বোন অহনা এবং তাঁর স্বামী। চারজন রবিবার একসঙ্গে দুপুরের খাবার খাচ্ছেন। ভরত ইনস্টাগ্রাম স্টোরিতে দেওল সিস্টার্সদের তাঁর পরিবার বলে বর্ণনা করেছেন।
এষা এবং ভরত তাঁদের ইনস্টাগ্রাম স্টোরিতে ছবিটি শেয়ার করেছেন। যাতে দেখা যাচ্ছে যে ভরত নিজেই সেলফিটি তুলেছেন। এষাকে সাদা টপ পরে ব্যাকগ্রাউন্ডে চেয়ারে বসে থাকতে দেখা যাচ্ছে, অহনা তাঁর পাশে দাঁড়িয়ে আছেন এবং তাদের পিছনে বৈভব বোহরা, অর্থাৎ অহনার স্বামী। ভরত ছবির ক্যাপশনে লিখেছেন, ‘পারিবারিক রবিবার’।
এষা এবং ভরত কয়েক বছর ধরে ডেটিং করার পর, ২০১২ সালে তাঁদের পরিবারের উপস্থিতিতে বিয়ে করেন। তাঁরা দুটি সুন্দরী কন্যা সন্তানের জন্ম দেন। তবে, কয়েক বছরের মধ্যেই তাদের সম্পর্ক ভেঙে যায়। ২০২৪ সালে ভরত ও এষা বিচ্ছেদের ঘোষণা করলে, তা সবাইকে অবাক করে দেয়। প্রতিবেদনে বলা হয় যে, তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে এবং আলাদা হওয়ার পরেও তাঁরা একসঙ্গে দুই মেয়ের লালন-পালন করবেন।
ইতিমধ্যেই ভরত তাঁর জীবনে আসা নতুন নারীর সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিয়েছেন। সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে উদ্যোক্তা মেঘনা লাখানির সঙ্গে তাঁর ছবি শেয়ার করেছেন। ভরত মেঘনাকে তাঁর পরিবারে স্বাগত জানিয়েছেন। এখন, ভরত ও মেঘনার বিয়ের খবরও সামনে আসছে।