বাংলা নিউজ > বায়োস্কোপ > Nabanita Das-Durga Puja: দুর্গাপুজোর ভাবনায় মশগুল জিতুর 'বাচ্চা বউ' নবনীতা, বিশেষ বন্ধু স্নেহালের সঙ্গেই কি কাটবে ৪ দিন

Nabanita Das-Durga Puja: দুর্গাপুজোর ভাবনায় মশগুল জিতুর 'বাচ্চা বউ' নবনীতা, বিশেষ বন্ধু স্নেহালের সঙ্গেই কি কাটবে ৪ দিন

দুর্গাপুজোর ভাবনায় মশগুল জিতুর 'বাচ্চা বউ' নবনীতা

Nabanita Das-Durga Puja: দুর্গাপুজো আসতে এখনও মাসখানেক বাকি। তার আগেই পুজোর আমেজে ভাসলেন জিতু ঘরণী, নবনীতা।

দুর্গাপুজো আসতে আর হাতে গুনে একমাস ৬ দিন বাকি। আগামী মাসে এই সময় অর্থাৎ ১৪ তারিখে মহালয়া। বাঙালির বারো মাসে তেরো পার্বণের শ্রেষ্ঠ পার্বণ আসছে যে। শপিং থেকে কবে কার সঙ্গে কে বেরোবে, কোথায় যাবে, বাইরে বেড়াতে যাবে কিনা সব প্ল্যানিং চলছে। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সবার মনেই এখন দুর্গাপুজোর আমেজ। সকলেই সারা বছরের কাজের ব্যস্ততার মাঝে এই চারটে দিন যেন একেবারে ভরপুর আনন্দ করে নিতে চান। আর এই সবার থেকে মোটেই আলাদা নন জিতু ঘরণী নবনীতা। বিয়ের ফুল খ্যাত অভিনেত্রীর ডিভোর্স নিয়ে চর্চা যতই তুঙ্গে থাক তিনি কিন্তু তার মাঝেই পুজোর আমেজে ভাসলেন। শাড়ি পরা ছবি ভাগ করে জানালেন তাঁর কাছে দুর্গাপুজোর অর্থ কী। কোন জিনিস করলে মনে হয় দুর্গাপুজো আসছে।

এদিন নবনীতা একটি শাড়ি পরা ছবি শেয়ার করেন। তাঁকে কালো ভেলভেটের ব্লাউজের সঙ্গে কালো জরি পার সাদা শাড়ি পরা অবস্থায় দেখা যায়। সঙ্গে সোনালি গয়না, হালকা মেকআপ আর ছোট্ট টিপে একেবারে অন্যরকম লাগছিল তাঁকে। এই ছবিটি পোস্ট করে তিনি লেখেন, 'শাড়ি পরলেই কেমন যেন পুজো আসছে মনে হয়।'

তাঁর এই পোস্টে অনেকেই কমেন্ট করেছেন। এক ব্যক্তি লেখেন, 'তুমিই তো জয় তারা মা, তোমারই তো আরেক রূপ দেবী দুর্গা। তোমাকে দেখলেই তো পুজো পুজো মনে হয়।' আরেকজন লেখেন, 'ভীষণ সুন্দর দেখাচ্ছে আপনাকে।' কেউ কেউ আবার তাঁকে কটাক্ষ করে লেখেন, 'তুমি মন দিয়ে প্রেম করো, কেমন?' আসলে সম্প্রতি স্নেহাল অধিকারী নামক এক ব্যবসায়ীর সঙ্গে নবনীতার প্রেমের গুজব রটেছে। যদিও তাঁরা স্বীকার করেছে তাঁরা একে অন্যের বন্ধু তার বেশি কিছু নয়।

আরও পড়ুন: 'বেটে কো হাত লাগানে সে পেহলে...' জওয়ানের সংলাপের অংশই ছিল না, তাহলে কেন যোগ করা হল?

আরও পড়ুন: কার কাছে কই মনের কথায় আরও একবার গার্হস্থ্য হিংসার ছবি!

তবে এটাই প্রথম নয়। এর বেশ কিছুদিন আগেও নবনীতা দুর্গা প্রতিমার সামনে দাঁড়ানো একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, 'পুজো আসতে আর কতদিন বাকি?' ফলে তিনি যে বেশ কয়েকদিন আগে থেকেই দুর্গাপুজোর আমেজে ভাসছেন সেটা স্পষ্ট।

চলতি বছরের জুন মাসে আচমকাই তাঁর এবং জিতুর বিচ্ছেদের খবর পোস্ট করেন নবনীতা। জানান তাঁরা আর এক সঙ্গে ভালো নেই, তাই আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এরপর নানা জলঘোলা, নানা পোস্ট দেখা গিয়েছে। তিন মাস পর নবনীতা যেমন নিজের জীবনে নিজেকে গুছিয়ে নিয়েছেন তেমনই জিতু। ডিভোর্সের আলোচনার মাঝেই আপাতত তিনি পুজোর ভাবনায় মশগুল।

বায়োস্কোপ খবর

Latest News

বিজেপির ধর্মতলার ধরনা শেষ, আন্দোলন জিইয়ে রাখতে নানা কর্মসূচি, সরকার উৎখাতের ডাক বিশ্বকর্মা পুজোর আগেই কারখানার সামনে পিটিয়ে খুন সুপারভাইজারকে, রহস্য ব্যান্ডেলে একদিনের মধ্যে ২৩টি দাঁত তুলে বসানো হল ১২টি ! ১৩ দিনের মধ্যে মৃত্যু ব্যক্তির পুলিশের অত্যাচারে মৃত কিশোর, যোগী রাজ্যে ফের দলিত নিধন! নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি বিশ্বকর্মা পুজোয়? মঙ্গল কোন জেলায় কী হবে? ঝড় উঠবে? বিশ্বকর্মা পুজো মানেই দুর্গাপুজোর দিন গোনা শুরু, প্রিয়জনকে পাঠান শুভেচ্ছাবার্তা ৭১ শতাংশ কর্মচারী চিকিৎসার জন্য নিজের পকেট থেকে খরচ করে, চমক রিপোর্টে 'অভিজিতের পরিবারের পাশে আছি'- দাবি কলকাতা পুলিশের হাওড়ায় পুলিশের হাতে গ্রেফতার পুলিশেরই কনস্টেবল সহ ৩! পানশালায় অশান্তির অভিযোগ এবার পরিবহণ দফতরে অনলাইনে আর্থিক লেনদেন করতে হবে, জারি নয়া নির্দেশিকা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.