সম্প্রতি অভিনেতা ইভিলিন শর্মা দু' মাসের মেয়ের সাথে বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে তাঁকে মেয়েকে স্তন্যপান করাতে দেখা গিয়েছিল। সঙ্গে নিজের পোস্টে ক্লাস্টার ফিডিং নিয়েও কথা বলেছিলেন ইভিলিন। কিছুটা এরকম ছবি দিয়েছিলেন মেয়ের জন্মের পর-পরও। তবে দু'বারই সোশ্যাল মিডিয়া থেকে মিশ্র প্রতিক্রিয়া জোটে তাঁর কপালে। এবার সেই ব্যাপারেই কথা বলতে দেখা গেল তাঁকে।
অনেকেই অভিনেত্রীর ভূয়সী প্রশংসা করেছেন। আবার কেউ কেউ তাঁকে পরামর্শ দিয়েছেন, নিজের ব্যক্তিগত জীবন এভাবে সবার সামনে না আনতে। আর এই প্রসঙ্গেই ৩৫ বছরের নতুন মা জানান, ‘মা হওয়ার এই জার্নিটা আমি আমার বন্ধুদের সাথে আমার অনুরাগীদের সাথে ভাগ করে নিতে চাই। সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত ছবি দেওয়াও গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, কাজের ছবির পাশাপাশি।’
‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘সাহু’ অভিনেতা তাঁর বুকের দুধ খাওয়ানোর ছবি প্রসঙ্গে জানান, ‘এই ধরনের ছবি দুর্বলতা আর শক্তি একইসঙ্গে ফুটিয়ে তোলে। আমার তো এটা সুন্দর লাগে। স্তন্যপান আমার মতে অন্যতম গুরুত্বপূর্ণ আর স্বাস্থ্যকর একটা কাজ। আর এই জন্যই তো মেয়েদের স্তন থাকে। তাহলে এটা নিয়ে এত লজ্জা পাওয়ার কী আছে?’
স্তন্যপান প্রসঙ্গে ইভিলিন আরও বলেন, ‘বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো একজন নতুন মায়ের পক্ষে শারীরিক ও মানসিকভাবে খুব চ্যালেঞ্জিং। বিশেষ করে ক্লাস্টার ফিড। আমিও তাই নিজের গল্প শেয়ার করে নিয়েছি সবাইকে এটা বলতে শুধু তাঁরা নয়, আমিও আছি এতে।’
ইভিলিন কথা প্রসঙ্গে জানান, মুম্বইতে একটা স্ট্যাচু আছে যেখানে লেখা থাকত, ‘একটা সন্তান মায়ের জন্ম দেয়’। এভলিনের মতে, আমি রোজ এর পাশ দিয়ে যেতাম আর এটা আমাকে ভাবাত। এখন বুঝি এর অর্থ। মাতৃত্ব আমার গোটা জীবনটাই বদলে দিয়েছে।