করিনা কাপুর খান এবং আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ ছবিটির ঘোষণার পর থেকেই খবরে এসেছিল। তবে এই ছবি বক্স অফিসে ভালো পারফর্ম করতে পারেনি প্রতিক্ষিত এই ছবি। এটা শোচনীয়ভাবে ফ্লপ হয় বক্সঅফিসে। হালে এই ছবির বিখ্যাত কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা ছবিটির ব্যর্থতার পরের একটি কাহিনি জানিয়েছেন সংবাদমাধ্যমকে। তিনি জানিয়েছেন, এই ছবিটির ব্যর্থতার পরে আমির খান ক্ষমা চাওয়ার জন্য একটি পার্টির আয়োজন করেছিলেন।
দ্য লালনটপের সঙ্গে কথা বলার সময়, মুকেশ ছাবরা বলেছিলেন যে আমির খান এবং দলের অন্যান্যরা ছবিটি ফ্লপ হওয়ার পরে কীভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। এক প্রশ্নের উত্তরে মুকেশ বলেন, ‘আমিরের সঙ্গে কাজ করার বিশেষ বিষয় হল, ৫ মিনিট পর আপনি ভুলে যান যে তিনি একজন সুপারস্টার। তাঁকে খুব পরিশ্রমী নবাগত অভিনেতা বলে মনে হয়। লাল সিং চাড্ডার ব্যর্থতার পর আমি আমির এবং পরিচালক অদ্বৈত চন্দনের সঙ্গে কথা বলেছিলাম। আমরা বিশ্বাস করতে পারিনি যে ছবিটি ব্যর্থ হয়েছে। একটা ছবি ফ্লপ হওয়াটা আলাদা ব্যাপার।’
(আরও পড়ুন: ‘অ্যানিম্যাল’ বক্স অফিসে দৌড়োচ্ছে, তার মধ্যেই ভাইরাল আমিরের পুরনো ভিডিয়ো)
মুকেশ ছাবরা আরও বলেন যে আমির তাঁদের মতো কলাকুশলীদের সম্মানে সবার জন্য একটি পার্টির আয়োজন করেছিলেন তা অনেকেই জানেন না। সেখানে নাকি তিনি বলেন, ‘দুঃখিত ছবিটি কাজ করেনি, তবে আমাদের পার্টি করা উচিত।’ আমরা ভাবছিলাম আমির পার্টি করছেন কেন? কে এটা করে? পার্টিতে কারিনা কাপুর-সহ ছবির সঙ্গে সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন। ছবির গান গাইছিলেন অমিতাভ ভট্টাচার্য। আমির বলতে থাকেন, এটা তাঁর ভুল।
এই সাক্ষাৎকারে মুকেশ ছাবরা পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গে তাঁর লড়াই সম্পর্কে কথা বলেছেন। তিনি বলেন, ‘তিনি অনুভব করেছিলেন যে আমি কখনও তাঁর অনুগ্রহ গ্রহণ করি না। আমি শুধু আমার প্রিয় অভিনেতাদের নিয়েছি। উনি কান পাতলা। যে যাই বলুক না কেন, তিনি তাঁর কথার দ্বারা প্রভাবিত হন। এই ধরনের মানুষকে প্রতারণা করা সহজ। অনুরাগ আবেগপ্রবণ এবং শিশুর মতো। আমরা প্রায়শই ঝগড়া করি এবং আমাদের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যায়, তবে আপনি যাঁর সঙ্গে বছরের পর বছর যুক্ত আছেন, তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করা কঠিন।
‘লাল সিং চাড্ডা’ ছিল সুপারহিট হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক। ছবিটি নির্মাণের দায়িত্বও ছিল আমিরের উপর। ১৮০ কোটি টাকা বাজেটে নির্মিত এই ছবিটি বক্স অফিসে মাত্র ১২৯ কোটি টাকা সংগ্রহ করতে পারে।