বাংলা নিউজ > বায়োস্কোপ > Tochon Ghosh on Abhishek Chatterjee: অন্য শিল্পীদের বাঁচাতে মঞ্চে ঘণ্টার পর ঘণ্টা একা পারফর্ম করে যেত মিঠু: তোচন ঘোষ

Tochon Ghosh on Abhishek Chatterjee: অন্য শিল্পীদের বাঁচাতে মঞ্চে ঘণ্টার পর ঘণ্টা একা পারফর্ম করে যেত মিঠু: তোচন ঘোষ

অভিষেক চট্টোপাধ্যায়ের স্মৃতিচারণ করলেন তোচন ঘোষ। 

আশির দশক থেকেই দারুণ ঘনিষ্ঠ বন্ধু দু’জনে। বাংলার সাংস্কৃতিক জগতের অত্যন্ত পরিচিত নাম, অনুষ্ঠান আয়োজক তোচন ঘোষ লিখলেন পুরনো বন্ধু অভিষেক চট্টোপাধ্যায়কে নিয়ে। 

বোধহয় বছর চল্লিশ তো হবেই। এত দিনই চিনি মিঠুকে। আজকের কথা! এখন মনেও পড়ে না, ওর সঙ্গে প্রথম বার কীভাবে আলাপ হয়েছিল। এটুকু মনে পড়ে, আলাপের পর থেকেই মনে হত, ও যেন কত দিনের বন্ধু!

কখনও ওকে মুখ গোমড়া করে থাকতে দেখিনি। সব সময়েই হাসিখুশি দেখেছি। ঝামেলার মধ্যে থাকলেও অভিষেক চট্টোপাধ্যায়কে হাসি মুছে ফেলতে দেখেননি কেউ।

সিনেমার অভিনেতা অভিষেকের কথা অনেকেই বলেছেন। কিন্তু মঞ্চের শিল্পী অভিষেকের কথা হয়তো সেভাবে উঠে আসেনি কখনও। তাই একটা গল্প বলা দরকার।

বহু বহু বছর আগের কথা। তখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, মিঠু— ওঁদের প্রজন্মটা একেবারে সাফল্যের মধ্য গগনে। সেই সময়ে বনগাঁয় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যত দূর মনে পড়ছে, অনুষ্ঠানের প্রধান তারকা ছিলেন তিন জন। মিঠু, ঋতুপর্ণা আর অনুরাধা পড়ওয়াল।

অনুরাধাজি বাইরে থেকে এসেছেন। গান গেয়ে চলে যাবেন। নির্দিষ্ট সময়ে বনগাঁয় পৌঁছে গিয়েছেন তিনি। পৌঁছে গিয়েছে মিঠুও। কিন্তু কোনও একটি কারণে ঋতুপর্ণা আটকে গিয়েছে। বনগাঁয় অনুরাধাজির গান শেষ। তখনও ঋতুপর্ণা কলকাতাতেই এসে পৌঁছোয়নি। আমি দাঁড়িয়ে আছি দমদম বিমানবন্দরে। ঋতুপর্ণা এলে, ওঁকে নিয়ে বনগাঁ যাব। কিন্তু নামতে বিমান দেরি করছে।

আজও মনে আছে, সেই দিনটার কথা। ফোনে মিঠুকে বললাম, ‘অনেক দেরি হবে। তুই সামলাতে পারবি?’

ও বলেছিল, ‘চিন্তা কোরো না, তুমি ওকে নিয়ে এসো। আমি দর্শকদের নিরাশ হতে দেব না।’

ঋতুপর্ণা দমদমে এসে পৌঁছোয়। আমি ওকে নিয়ে গাড়ি করে বনগাঁর উদ্দেশে রওনা দিই। কত ঘণ্টা লেগেছিল, মনে নেই। কিন্তু তত ক্ষণেই মঞ্চ মাতিয়ে রেখেছিল মিঠু। উদ্যোক্তাদের কেউ কোনও অভিযোগ করতে পারেননি।

এমনই ছিল ও। অন্যদের জন্য এভাবেই ঘণ্টার পর ঘণ্টা খেটে যেতে পারত। কাউকে বুঝতে দিত না। হাসিও মিলিয়ে যেত না।

অভিষেকের সঙ্গে এক বার টানা মাস খানেক কাটিয়েছিলাম হলদিয়ায়। সেখানে ‘আমি সেই মেয়ে’ ছবির শ্যুটিং চলছিল। বড় বড় তারকাদের নিয়ে সেই ছবির শ্যুটিং হয়েছিল। ছবির প্রযোজকদের মধ্যে একজন ছিলাম আমি। পরিচালক ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিল মিঠু। সেই সময়ে ওর সঙ্গে বহু দিন কাটিয়েছিলাম। চিনেছিলাম, ও কেমন মানুষ।

সহকর্মী থেকে অনেক বেশি করে মিঠু হয়ে গিয়েছিল, আমার বাড়ির মানুষ, পরিবারের মানুষ। আমার বাড়ির কোনও অনুষ্ঠান ওকে ছাড়া হত না।

আজ সে সব ইতিহাস। বাড়ির সব ভালো মুহূর্তগুলি থেকে একটি মানুষ পাকাপাকি চলে গেল। একদিন যে মানুষটা অন্য শিল্পীদের বাঁচাতে মঞ্চে একা ঘণ্টার পর ঘণ্টা পারফর্ম করে যেত, জীবনের মঞ্চে আর তাকে কেউ কখনও দেখতে পাবেন না।

বায়োস্কোপ খবর

Latest News

DC vs GT, IPL 2024: ১০০তম ম্যাচে বড় নজির শুভমনের, ভেঙে দিলেন কোহলির রেকর্ড ‘‌রাহুল গান্ধী কি নিজেকে কোনও মাওবাদী নেতা ভাবেন?’‌ আক্রমণ করলেন দেবেগৌড়া সারেগামাপায় অংশ নিতে চান? কলকাতা অডিশনে নাম লেখাতে চাইলে ঝটপট দেখুন সব তথ্য 'কী কী কাজ করেছেন প্রচার করছেন না কেন?' ভোটারের প্রশ্নে মেজাজ হারালেন শতাব্দী ৩ উইকেট পেলেও, কোটা পূরণ করলেন না সন্দীপ,৪ ওভারে ৭৩ রান দিয়ে লজ্জার নজির মোহিতের তাপপ্রবাহের রেড অ্যালার্ট! তাপমাত্রা আরও কত ডিগ্রি বাড়বে? রইল আবহাওয়ার খবর দ্বিতীয় দফার প্রচার শেষ, কংগ্রেস–বিজেপি কার গ্যারান্টিতে আস্থা রাখবে মানুষ?‌ রাম হয়ে উঠতে কঠিন কসরত করছেন রণবীর, চেহারায় কোন কোন বদল আনলেন? শেষ ২ ওভারে DC হাফসেঞ্চুরি করল,পন্ত-স্টাবস ঝড়ে স্কোর পৌঁছে গেল ২২৪-এ, হল রেকর্ড বিড়ি বাঁধছে কন্যাশ্রীরা, লক্ষ্য স্বপ্নপূরণ, ভোটমুখী মুর্শিদাবাদে এ কোন ছবি!

Latest IPL News

রোনাল্ডো নাকি রোটিডালদো! শুভমনের ফুটবল স্কিল দেখে বাজে ভাবে কটাক্ষ করলেন ইশান ভক্তের ফোন ক্যাচ ধরলেন, সেলফি তোলার আব্দার মিটিয়ে মাঠের বাইরে হিরো আকাশ আম্বানি আইপিএলে লিগ টেবিলের শীর্ষে রাজস্থান, সাফল্যের রসায়ন দলগত সংহতি গত দু'বারের সফল দল GT-র এবার কেমন পারফরমেন্স? অধিনায়ক শুভমন গিল পাশ না ফেল ? এই জন্য ম্যাচটা হাতের বাইরে চলে যায়- হারের জন্য কোন কারণ দেখালেন রুতুরাজ বিশ্ব ক্রিকেটের সেরা ঘরোয়া T20 টুর্নামেন্ট নিঃসন্দেহে আইপিএল:- রিকি পন্টিং 'MS ফিনিশেশ অফ ইন স্টাইল', ধোনিদের হারের ক্ষতে নুন দিল LSG? ভিডিয়ো: দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন লারাকে! যশস্বীর জীবনের অবিস্মরণীয় মুহূর্ত ক্যাপ্টেন রোহিতও রান করেননি,২-৩ বছরে IPL-ও জেতেননি, সেহওয়াগকে পাশে পেলেন হার্দিক IPL 2024- স্লো-টার্নার নয়, উঠল ৪২৩ রান, হেরে চিপকের পিচকেই দুষলেন CSK-র কোচ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.