গত ১২ জুলাই ছিল এমন একটি দিন, যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন সারা ভারতবর্ষের মানুষ। অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। প্রায় তিন মাস ব্যাপী চলা অনুষ্ঠানের পর শুভ পরিণয় সম্পন্ন হলো রাধিকা এবং অনন্তের।
অনন্ত এবং রাধিকার বিবাহ বাসরে উপস্থিত ছিলেন ভারতের একাধিক নামিদামি ব্যক্তিত্বরা। বলিউড থেকে ক্রিকেট, আম্বানি পরিবারের বিবাহ বাসরে যেন বসেছিল চাঁদের হাট। এই বিবাহ অনুষ্ঠানের বিভিন্ন ছবি এবং ভিডিয়োর মধ্যে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, মুকেশ আম্বানি উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে রেখেছেন বক্তৃতা।
(আরও পড়ুন: পেঁয়াজ কাটলেই চোখে জল? মেনে চলুন এই ঘরোয়া উপায়, চোখে আসবে না জল)
কী বললেন মুকেশ আম্বানি?
উপস্থিত অতিথি বর্গের উদ্দেশ্যে মুকেশ আম্বানি বলেন, 'শুভ সন্ধ্যা আপনাদের সকলকে। এখানে উপস্থিত আমার পরিবার, বন্ধু এবং অতিথিদের (বিশেষ করে যারা দূর থেকে এসেছেন), তাঁদের সকলকে জানাই ধন্যবাদ। আপনাদের সকলকে প্রণাম জানাই এবং স্বাগত জানাই আজকের এই অনুষ্ঠানে।'
মুকেশ আম্বানি বলেন, ' ভারতে বিয়ে হল এমন একটি রীতি যেখানে শুধুমাত্র দুটি মানুষ নয়, দুটি পরিবারের মিলন। অনন্ত এবং রাধিকার বিয়ে হল আমাদের পরিবারের এই প্রজন্মের শেষ বিয়ে। তবে নীতা এবং আমার পক্ষ থেকে আপনাদের সকলের কাছে ক্ষমা চাইছি, কারণ প্রত্যেককে স্বাগত জানানো হয়তো আমাদের পক্ষে সম্ভব হয়নি। '
তিনি বলেন,'আমি ভীষণ খুশি হয়েছি আপনাদের সকলকে দেখে, আপনারা সবাই আনন্দ করছেন, আপনারা বরযাত্রী হয়ে নাচও করেছেন। সব মিলিয়ে আপনারা যে আমাদের এই পরিবারের বিবাহ অনুষ্ঠানে সামিল হয়েছেন, তাতে আমি ভীষণ খুশি।'
(আরও পড়ুন: খুলে গেল নতুন দিগন্ত, এবার বিবাহিত, বিবাহবিচ্ছেদ হওয়া মেয়েরাও হতে পারেন মিস সিঙ্গাপুর)
সবশেষে তিনি বলেন, 'আজ অনন্ত এবং রাধিকাকে আশীর্বাদ করবেন তাঁদের পিতামহ, পিতামহী। যারা আমাদের সঙ্গে রয়েছেন তাঁরাও যেমন আশীর্বাদ করবেন, যারা আমাদের মধ্যে আজ নেই, তাঁরাও আশীর্বাদ করবেন অনন্ত এবং রাধিকাকে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই রাধিকা এবং অনন্ত সুখে, শান্তিতে, সফলতার সঙ্গে জীবন কাটাক।'