ইসলামের টানে মাত্র ১৮ বছর বয়সেই অভিনয় কেরিয়ারে ইতি টেনেছিলেন জাইরা ওয়াসিম, এবার ‘দঙ্গল’ খ্যাত এই প্রাক্তন অভিনেত্রী অনুরাগীদের সতর্ক করলেন স্থানীয় বেকারির খাবার নিয়ে। শ্রীনগরের একটি বেকারিতে নিজের পছন্দের পাই (মিষ্টি জাতীয় খাবার) অর্ডার করেছিলেন প্রাক্তন অভিনেত্রী, সেই খাবারে মিলল ছত্রাক। শনিবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিজে জায়রা একটি প্লেটে পাইয়ের ঝলক দেখিয়ে একটি ক্লিপ পোস্ট করেছেন।
জায়রা পাই-তে পেলেন ছত্রাক
অভিনয় দুনিয়া থেকে সরে দাঁড়ানোর পর হিজাব-বোরখা ছাড়া সামনে আসেন না জায়রা। এই ভিডিয়োতে ক্যামেরার পিছনেই থাকলেন তিনি। প্লেটে সাজানো পাইয়ের ভিতর স্পষ্টই ছত্রাক দেখা যাচ্ছে। এটি শেয়ার করে তিনি লিখেছেন, 'বন্ধুরা আপনি স্থানীয় বেকারি থেকে জিনিস খাওয়ার আগে দু'বার চেক করুন'।
জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের কোনও বেকারিতে এই ঘটনা ঘটেছে তাঁর সঙ্গে, যদিও বেকারির নাম উল্লেখ করেননি আমির খানের দঙ্গল-কন্যা।
২০১৬ সালে আমির খান অভিনীত স্পোর্টস ড্রামা 'দঙ্গল' দিয়ে বলিউডে অভিষেক হয় জায়রার। নীতেশ তিওয়ারি পরিচালিত ব্লকবাস্টার ছবিতে বিখ্যাত কুস্তিগীর গীতা ফোগাটের ছোটবেলার চরিত্রে অভিনয় করার জন্য তিনি সেরা সহ অভিনেত্রী জাতীয় পুরস্কার জিতেছিলেন কাশ্মীরের এই কন্যে।
এরপর সিক্রেট সুপারস্টার (২০১৭)-এ ছবিতে অভিনয় করে ভূয়সী প্রসংশা কুড়োন জায়রা। অদ্বৈত চন্দন রচিত ও পরিচালিত মিউজিক্যাল ড্রামা ফিল্মটিতে অভিনয় করেছেন জায়রা, আমির খান, মেহের ভিজ এবং রাজ অর্জুন। মুসলিম পরিবারে বেড়ে ওঠা এক কিশোরী কিভাবে বাবার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে প্লে-ব্যাক গায়িকা হয়ে উঠবে সেই নিয়েই এই ছবি।
২০১৯ সালে অভিনয়-কে অলবিদা
২০১৯ সালের ৩০শে জুন সকলকে অবাক করে দিয়ে জায়রা ঘোষণা করেছিলেন শোবিজ দুনিয়ার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছেন তিনি। বিপন্ন ধর্ম-বিশ্বাস এই কারণ দেখিয়ে জায়রার অকাল অবসর নেন। এই সিদ্ধান্তের পর মুক্তি পেয়েছিল তাঁর তৃতীয় ও শেষ ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’। ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া ও ফারহান আখতারের মেয়ের চরিত্রে অভিনয় করেন জায়রা, ছবির প্রচারে অংশ নেননি তিনি।
অভিনয় কেরিয়ারের ইতি টানার প্রসঙ্গে সোশ্যাল মিডিয়া পোস্টে জাইরা লিখেছিলেন, 'আমি বুঝতে পেরেছি আমি বহু দিন ধরেই অন্য একজন হয়ে ওঠার চেষ্টা করে চলাচ্ছিলাম। আমি বুঝতে পেরেছি, যদিও আমি এখানে সুন্দর ভাবে ফিট হতে পারব কিন্তু আমি এটার জন্য নয়। এখানে আমাকে অনেক ভালবাসা, সমর্থন, প্রশংসা পেয়েছি, কিন্তু এই ফিল্ড আর যেটা করেছে তা হল আমাকে ধীরে ধীরে অবমাননার দিকে ঠেলে দিয়েছে, ক্রমশ অসচেতন ভাবে আমি আমার ইমান (বিশ্বাস)-এর থেকে দূরে সরে যাচ্ছি। কারণ আমি এমন একটা পরিবেশে কাজ করতাম যা ক্রমাগত আমার ইমানের মাঝে এসে দাঁড়াত, ধর্মের সঙ্গে আমার সম্পর্ক বিপন্ন হয়ে পড়েছিল'।