বাংলা নিউজ > বায়োস্কোপ > Asim Riaz on Sidharth Shukla: 'সকালে স্বপ্নে এসেছিল...' মৃত্যুর ২ বছর পরেও অসীমের স্মৃতিতে অমলিন সিদ্ধার্থ

Asim Riaz on Sidharth Shukla: 'সকালে স্বপ্নে এসেছিল...' মৃত্যুর ২ বছর পরেও অসীমের স্মৃতিতে অমলিন সিদ্ধার্থ

সিদ্ধার্থের মৃত্যুর ২বছর পর কোন অজানা কথা জানালেন অসীম

Asim Riaz on Sidharth Shukla: বিগ বসে তাঁরা দুজন একই সিজনের প্রতিযোগী ছিলেন। আর প্রতিযোগিতার মাঝেই তাঁদের দুজনের মধ্যে ঠাণ্ডা লড়াই লেগেই থাকত। এবার অসীম রিয়াজ সিদ্ধার্থের মৃত্যুর পর জানালেন একদম অজানা একটি কথা।

বিগ বস মানেই একদিকে যেমন নানা সমালোচনা, তেমনই আরেকদিকে বিপুল জনপ্রিয়তা। দর্শকরা এই রিয়েলিটি শো থেকেই সেলেবদের বিষয় নানা হাঁড়ির খবর জানতে পারেন। অনস্ক্রিন দেখা যায় তাঁদের মধ্যে নানা টানাপোড়েন, ঝগড়া, ঝামেলা। আর এটাই যেন এই শোয়ের ইউএসপি। আর এই এতগুলো সিজনের মধ্যে এখনও পর্যন্ত সব থেকে জনপ্রিয় হয়েছে বিগ বসের ১৩তম সিজন। এই সিজনেই ছিলেন সিদ্ধার্থ শুক্লা। তাঁর এবং শেহনাজ গিলের সম্পর্কের শুরু এখান থেকেই। সঙ্গে ছিলেন অসীম রিয়াজের মতো প্রতিযোগীও। যদিও বিগ বসে থাকাকালীন অসীম আর সিদ্ধার্থের মধ্যে সম্পর্কটা মোটেও ভালো ছিল না, তবে এরপর হঠাৎই তাঁরা ভীষণ ভালো বন্ধু হয়ে যান। এ হেন অসীম সিদ্ধার্থের চলে যাওয়ার প্রায় দুবছর পর অভিনেতার মৃত্যু নিয়ে এক অজানা কথা জানালেন। বললেন তাঁর এক অনন্য অভিজ্ঞতার কথা।

২০২১ সালে মৃত্যু হয় সিদ্ধার্থের। এরপর নানা সময় নানা বিষয়ে সিদ্ধার্থের ব্যাপারে নানা অজানা দিক তুলে ধরেছিলেন অসীম। সম্প্রতি আবার এই বিষয়ে মুখ খুললেন তিনি। একটি সাক্ষাৎকারে সিদ্ধার্থকে নিয়ে জানালেন, 'সে আমার স্বপ্নে মৃত্যুর দিন এসেছিল। আমি সত্যি বলছি। আমি এটা আগেও জানতাম এটা ঘটতে পারে। আমার এক ভাই রুহান আমাকে হঠাৎ ফোন করে বলেছিল টিভি চালু করে। ও আমায় কথাটা সোজাসুজি ভাবে বলেনি। কারণ ও জানত আমি ভীষণ আবেগপ্রবণ। এবং খুবই সংবেদনশীল।'

অসীম এর আগেও সিদ্ধার্থের প্রসঙ্গে নানা কথা বলেছেন। তিনি একবার জানিয়েছিলেন, 'আমি বিগ বস হাউজে ১৪০ দিন সিদ্ধার্থের সঙ্গে থেকেছি। আমি ওর সঙ্গে মনে থেকে জুড়ে গিয়েছিলাম। আমার বাইরে কোনও বন্ধু ছিল না আর এই ধরনের সম্পর্ক আমার আগে কখনও কারও সঙ্গেই হয়নি। আমরা যেমন একটানা চারদিন লড়াই করতাম, তেমন আবার একটানা চারদিন হাসতাম।'

সিদ্ধার্থ শুক্লা মাত্র ৪০ বছর বয়সে ২০২১ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় তাঁদের একাধিক ছবি পোস্ট করে রিয়াজ লেখেন, 'আমি তোমার সঙ্গে স্বর্গে দেখা করতে যাচ্ছি ভাই।'

বন্ধ করুন
Live Score