সম্প্রতি উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী নিশাঙ্কের মেয়ে অভিযোগ করেছেন যে তাঁকে বলিউডের দুজন প্রযোজক ঠকিয়েছেন। তাঁকে কাজ দেবে বলেও দেয়নি। এদিকে হাতিয়ে নিয়েছে কয়েক কোটি টাকা। আরুশি নিশাঙ্ক জানিয়েছেন বলিউডের এই দুই প্রযোজক তাঁকে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৪ কোটি টাকা নিয়েছেন। যদিও বলাই বাহুল্য সেই প্রতিশ্রুতি সম্পূর্ণ ভুয়ো ছিল।
আরও পড়ুন: গৌতম আদানির ছেলেরও প্রোফাইল ছিল শাদি ডট কমে! জিতের বিয়েতে অদ্ভুত উপহার ম্যাট্রিমনি সাইটের CEO-র
কী ঘটেছে?
রমেশ পোখরিয়াল নিশাঙ্কের মেয়ে আরুশি এদিন একটি FIR ফাইল করেছেন। উক্ত দুই ব্যক্তির নামে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে, চাপ দিয়ে টাকা আদায় থেকে শুরু করে ঠকানো, অপরাধমূলক কাজ করা, ক্রিমিনাল কনস্পিরেসি সব আছে তাতে। এমনটাই তদন্তকারী অফিসার মনমোহন সিং নেগি জানিয়েছেন।
এই অভিযোগে আরুশি নিশাঙ্ক জানিয়েছেন যে মানসী বরুণ বগলা এবং বরুণ প্রমোদ কুমার বগলা তাঁকে কথা দিয়েছিলেন যে গানটা তাঁকে একটি হিন্দি ছবিতে চরিত্রে পাইয়ে দেবেন যে ছবিটি তাঁরা প্রযোজনা করছেন। একই সঙ্গে তাঁকে প্রলোভন দেখান যে তিনি যেন এই ছবিতে ৫ কোটি টাকা বিনিয়োগ করেন তার বিনিময়ে, এটা তিনি ছবিটি ব্যবসা করার পর মোটা টাকা পাবেন। এই কথায় বিশ্বাস করে তিনি প্রথমে তাঁদের ২ কোটি দেন। তাঁর ফার্ম হিমশ্রী ফিল্মসের তরফে এই টাকা তিনি দেন। পরেও আরও বেশ কিছু টাকা দেন। মোট প্রায় ৪ কোটি টাকা দিয়েছেন তিনি তাঁদের। এমনটাই অভিযোগে জানিয়েছেন। যদিও পরে আরুশিকে জানানো হয় যে ছবিটিতে তাঁকে নেওয়া হচ্ছে না, অন্য কাউকে নেওয়া হয়েছে। আর ইতিমধ্যেই সেই ছবির শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। আরুশি তখন তাঁদের টাকা ফেরত দিতে বলেন। কিন্তু তাঁরা সেই টাকা তো ফেরত দেন না। উল্টে তাঁকে হুমকি দেন বলেই এদিন অভিযোগে জানিয়েছেন।
জানা গিয়েছে বিক্রান্ত মাসে এবং সানায়া কাপুর অভিনীত আঁখো কী গুস্তাখিয়া ছবিতে তাঁকে চরিত্র দেওয়া হবে বলা হয়েছিল। কিন্তু সেটা হয়নি। এই বিষয়ে PTI যখন প্রযোজকদের সঙ্গে যোগাযোগ করে তখন তাঁরা জানান এই সমস্ত অভিযোগ মিথ্যে। উল্টে বরুণ প্রমোদ কুমার বগলা জানিয়েছেন তাঁরা নন, বরং আরুশি তাঁদের হুমকি দিয়েছেন। এখন FIR করে তাঁদের মানহানি করার চেষ্টা করছেন বলেও তিনি জানিয়েছেন।