ফের কাছাকাছি তাহসান-মিথিলা। এক ছাদের তলায়, দেখা গেল বাংলাদেশের জনপ্রিয় এই প্রাক্তন দম্পতিকে। হাসিমুখে একসঙ্গে দেখা গেল তাঁদের। সৌজন্যে বাংলাদেশের জনপ্রিয় OTT প্ল্যার্টফর্ম 'চরকি' জন্য তৈরি হাওয়া 'বাজি' ওয়েব সিরিজ। পরিচালক আরিফুর রহমানের পরিচালনায় আসছে এই ওয়েব সিরিজ। তাতেই একসঙ্গে কাজ করেছেন তাহসান-মিথিলা।
১১জুন মঙ্গলবার মুক্তি পেয়েছে 'বাজি'র ট্রেলার। সেই ট্রেলার লঞ্চের অনুষ্ঠানেই এক ছাদের তলায়, এক মঞ্চে দেখা গেল প্রাক্তন প্রেমিক-প্রেমিকা, দম্পতি তাহসান-মিথিলাকে। যদিও তাঁদের দুজনের মাঝে এদিন বসেছিলেন প্ল্যার্টফর্ম 'চরকি' CEO রেদওয়ান রনি।
আরও পড়ুন- জামাই-এর দেখা নেই! উপবাস রেখে অপেক্ষায় কাঞ্চনের শাশুড়িমা, পরিকল্পনা ফাঁস করলেন শ্রীময়ী
এদিকে 'বাজি' ট্রেলারে শেষদৃশ্যে একসঙ্গে দেখা গিয়েছে তাহসান-মিথিলাকে। সেই ট্রেলার দেখে, মিথিলার সামনে দাঁড়িয়ে তাহসানের ডায়ালগ শুনে নেটপাড়ায় কমেন্টের বন্যা বয়েছে। যেখানে মিথিলার চরিত্রের সামনে দাঁড়িয়ে তাহসানের চরিত্রটিকে বলতে শোনা গিয়েছে, ‘As much As i hate you’। আর তাতেই নেটিজেনরা নানান মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ‘শেষের ডায়লগটা একদম মন থেকেই বলেছে — As much as I hate you। তাহসান তার সন্তানের কথা ভেবে হয়তো off screen এ hate you বলতে পারেনি। সেটা on screen এ বলার সুযোগ করে দিলো পরিচালক। আর আমরাও তো এতদিন এটাই শোনার অপেক্ষায় ছিলাম।’ বহু নেটিজেনই এই মন্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করেছেন। কারোর কথায়, ‘ Tahsan sir rocked…বিশেষ করে লাস্ট কথাটা একদম সেই ছিলো’। তাহসান-মিথিলা জুটির পুরনো এক অনুরাগী লিখেছেন, ‘জানি, তাহসান মিথিলা জুটি শুনেই Trailer দেখতে আসছেন আমার মতো অনেকই।’ এভাবে অনেকেই পুরনো জনপ্রিয় এই জুটির প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন।
এদিকে নেটনাগরিকরা যে যাই বলুন না কেন, তাহসান মিথিলা বিচ্ছেদের দীর্ঘ ৭ বছর পরেও নিজেদের মধ্যে সুন্দর বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখেছেন। এমনকি তাহসান-মিথিলা কন্যা আইরাকেও মাঝে মধ্যেই নিজের বাবার কাছে দেখা করতে যেতে দেখা যায়। এমনকি বুধবার মেয়েকে কাছে পেয়ে তাঁর সঙ্গে সেলফি শেয়ার করেছেন গায়ক, অভিনেতা তাহসান খান। যদিও ক্যাপশানে তিনি কিছুই লেখেননি। তবে নেটনাগরিকরা এই বাবা-মেয়ের জুটিকে ভালোবাসায় ভরিয়েছেন।
একসময় কাজ করতে করতেই ব্যক্তিগত জীবনেও একসময় একে অপরের প্রেম ডুবে ছিলেন তাহসান-মিথিলা। বিয়েও করেন তাঁরা। সেই সুখী দাম্পত্যের হাত ধরে আসে জন্ম হয় তাঁদের মেয়ে আইরার। পর্দার মতোই বাস্তবেও সেই জুটি ছিল বাংলাদেশের সিনেপ্রেমীদের বড়ই প্রিয়।সেই প্রেমেও একদিন দাঁড়ি পড়ে। দীর্ঘ ১১ বছরের দাম্পত্য ভেঙে যায়। সেদিন এই খবর বেজায় কষ্ট পেয়েছিলেন তাহসান-মিথিলার অনুরাগীরা। যদিও সেসবই এখন অতীত। ২০১৯-এ এদেশের পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেন মিথিলা। তবে তাহসানের সঙ্গে বিচ্ছেদের ৭ বছর পরেও প্রাক্তনের সঙ্গে সুন্দর বন্ধুত্ব বজায় রেখেছেন রাফিয়াত রশিদ মিথিলা।