বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি চোখের ঘুম উড়িয়েছে অনেক ভারতীয়র। ইতিমধ্যেই সোনম কাপুর, সোনু সুদের মতো তারকারা প্রতিক্রিয়া জানিয়েছেন গোটা ঘটনায়। জিত, পরমব্রত, ঋদ্ধি-সহ বহু টলিউড তারকাও শান্তির বার্তা দিয়েছেন। সোমবার ছাত্র আন্দোলনের মুখে পড়ে পদত্যাগ করেন আর দেশ ছাড়েন শেখ হাসিনা। আর তারপর থেকে পড়শি দেশ জুড়ে অরাজকতা। চলছে লুঠতরাজ, ভাঙচুর। এমনকী, সংখ্যালঘু (হিন্দু)-দের হত্যাও করা হচ্ছে।
তবে ফের একবার প্রশ্নের মুখে বাংলার বুদ্ধিজীবীরা। ইতিমধ্যেই অনেক নেট-নাগরিক প্রশ্ন করেছেন এখনও কেন কোনও প্রতিক্রিয়া আসেনি অপর্ণা সেন, শুভাপ্রসন্ন, কৌশিক সেনদের তরফ থেকে। এই নিয়ে একটি টুইটও করেন প্রাক্তন রাজ্যপাল, রাজনীতিবদ তথাগত রায়। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে নিয়মিত পুরানো ধাঁচের গণহত্যা করা হয়েছে। কৌশিক সেন, অপর্ণা সেন, শুভপ্রসন্ন-সহ মোমবাত্তিওয়ালাদের কাছ থেকে এখনও কেউ চিৎকার শুনেছেন?’
দেখুন-
এই পোস্টের জবাবে এক নেট-নাগরিক মন্তব্য করেছেন, ‘আসলে স্যার কৌশিক সেন, অপর্ণা সেন, পরমব্রত, শ্রীজাত এদের মতো কিছু হাতুড়ে মার্কা কলকাতার বুদ্ধিজীবীরা এখন শীতঘুম দিয়েছে।। আমার মনে হয় মার্কেটে বুদ্ধির আমদানি-রপ্তানি হচ্ছে না, তাই তাদের মাথাতেও বুদ্ধি শেষ হয়ে গেছে।’ দ্বিতীয়জন লেখেন, ‘এদের সব মোমবাতি প্যালেস্তাইন আর গাজায় শেষ হয়ে গিয়েছে। বাংলাদেশের হিন্দুদের কাছে এদের জন্য কিছুই নেই।’
আরও পড়ুন: পিটিয়ে হত্যা, পাশাপাশি কবরে শায়িত সেলিম-শান্তর মরদেহ! রটে অভিনেতার মায়ের হৃদরোগের ভুয়ো খবর
প্রসঙ্গত, পরমব্রত চট্টোপাধ্যায় তাঁর সোশ্যাল মিডিয়া স্টোরিতে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে বাংলাদেশের মুসলিমদের রামকৃষ্ণ মিশন পাহাড়া দেওয়ার একটি ফুটেজ রয়েছে। যদিও নিজে থেকে একটি শব্দও খরচা করেননি তিনি। অপর্ণা সেন গত কয়েকদিনে শুধুই নিজের ছবির পোস্টার শেয়ার করেছেন।
আরও পড়ুন: রয়েছে ৩টি শো, অশান্ত বাংলাদেশ যাওয়া নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন গায়িকা অদিতি মুন্সি
তবে চুপ নেই সৃজিত মুখোপাধ্যায়। ফেসবুকে জলের গান ফোক ব্যান্ডের গায়ক তথা বাদ্যযন্ত্রী রাহুল আনন্দের বাড়িতে ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন। যদিও হিন্দু হত্যা নিয়ে কোনও বাড়তি শব্দ নেই কোথাও। তবে বাংলাদেশের তারকা অপু বিশ্বাস, শাকিব খানরা সর্ব ধর্ম সমন্বয়ের ডাক দিয়ে শান্তির বার্তা দিয়ে চলেছেন।
আরও পড়ুন: অগ্নিগর্ভ বাংলাদেশ! ছাত্রদের শুভেচ্ছা জানালেন শাকিব খান, কোন কাজ করতে করলেন বারণ
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আরও একটি পোস্ট করেন তথাগত রায়। লেখেন, ‘জীবনে এই প্রথম দেখলাম পূর্ব পাকিস্তান বা বাংলাদেশে হিন্দু নির্যাতনের ঘটনা সেদেশের মুসলমানেরা (শাহরিয়ার কবির, সালাম আজাদ বা তসলিমা প্রমুখেরা বাদে) স্বীকার করছে। যদিও একটা মন্দির পাহারা দিয়ে ছবি তোলার পাশাপাশি অন্তত দুশো হিন্দু বাড়িতে হামলা হয়েছে। তবু এটুকুর জন্যও ধন্যবাদ।’