বাংলা নিউজ > বায়োস্কোপ > উদয়পুরকাণ্ডে নিন্দা, ‘প্রাণনাশের হুমকি পাচ্ছি!’ অভিযোগ 'রোডিজ' খ্যাত নীহারিকার

উদয়পুরকাণ্ডে নিন্দা, ‘প্রাণনাশের হুমকি পাচ্ছি!’ অভিযোগ 'রোডিজ' খ্যাত নীহারিকার

অভিনেত্রী এবং প্রাক্তন ‘রোডিজ’ প্রতিযোগী নীহারিকা তিওয়ারি

প্রাক্তন রোডিজ প্রতিযোগী নীহারিকা তিওয়ারি উদয়পুর হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য করার জন্য সোশ্যাল মিডিয়ায় প্রাণনাশের হুমকি পাচ্ছেন!

উদয়পুরকাণ্ডের প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকি পাচ্ছেন অভিনেত্রী এবং প্রাক্তন ‘রোডিজ’ প্রতিযোগী নীহারিকা তিওয়ারি। একটি ভিডিয়ো পোস্ট করে উদয়পুর দরজি হত্যার ঘটনার তীব্র নিন্দা করেছিলেন তিনি। এরপর থেকে সামাজিক মাধ্যমে প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলে অভিযোগ। 

ইটাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, পুলিশ জানিয়েছে, তারা এখনও কোনও লিখিত অভিযোগ পাননি। তবে প্রয়োজনে সে সুরক্ষা পেতে পারে। একটি নিউজ পোর্টালের সঙ্গে কথোপকথনে নীহারিকা জানিয়েছেন, উদয়পুর দর্জির হত্যার প্রতিক্রিয়া জানানোর পর থেকেই ইনস্টাগ্রামে হত্যার হুমকি পেয়ে আসছেন এবং তাঁকে 'ঘৃণা ছড়ানোর' জন্য অভিযুক্ত করা হচ্ছে। 

আরও পড়ুন: ‘আল্লাহ তোমাকে তার নামে ঘৃণা ও হত্যা করতে বলেননি’, উদয়পুর কাণ্ডে মুখ খুললেন উরফি

নীহারিকার কথায়, 'আমি নূপুর শর্মার পক্ষ নিইনি, শুধুমাত্র দর্জি কানহাইয়ালালকে যেভাবে খুন করা হয়েছিল তার বিরোধিতা করেছিলাম।' 

আরও পড়ুন: ‘দোষীদের কঠিন শাস্তি দেওয়া উচিত’, উদয়পুর কাণ্ডে তীব্র নিন্দা জানালেন শাবানা আজমি

রাজস্থানের উদয়পুরে দরজির মুণ্ডচ্ছেদের ঘটনায় তোলপাড় গোটা দেশ। পয়গম্বর নিয়ে মন্তব্যে বিজেপি নেত্রী নূপুর শর্মার বক্তব্য সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন কানহাইয়া লাল নামের এক দরজি। এরপরই তাঁর দোকানে ঢুকে তাঁকে নৃশংস ভাবে হত্যা করে দুই আততায়ী। ঘটনার ভিডিয়ো তুলেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তারা। এই ভয়ংকর ঘটনায় স্তম্ভিত সকলে। 

বন্ধ করুন