অভিনেতা জিতু কমল এখন তাঁর জীবনে অতীত। গত বছরের মাঝামাঝি সময় আইনত ডিভোর্স হয়ে গিয়েছে নবনীতা-জিতুর। তবে স্বামী-স্ত্রীর সম্পর্কটা না থাকলেও জিতুর জন্মদিনটা ভোলেননি নবনীতা। হ্য়াঁ, আজ বুধবার ২৮ অগস্ট অভিনেতা জিতু কমলের জন্মদিন। যদিও এই মুহূর্তে শহর থেকে দূরেই রয়েছেন নবনীতা। আর জিতু রয়েছেন কলকাতাতেই। তবে তারপরেও জিতুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মেসেজ করেছিলেন নবনীতা দাস, উত্তরও এসেছে। একথা আনন্দবাজারকে নিজেই জানিয়েছেন অভিনেত্রী।
তবে বিবাহ-বিচ্ছেদের পর আলাদা হয়ে গিয়েছে নবনীতা-জিতুর জীবন। তাই নবনীতার কথায়, জিতু জন্মদিনে বাড়িতে রয়েছেন কিনা, কলকাতায় থাকলেও আগের বাড়িতেই থাকছেন কিনা, সেসব কিছুই তাঁর জানা নেই। তাই জন্মদিনে প্রাক্তন স্বামীকে উপহার পাঠালেও তাই সেটা তাঁর কাছে পৌঁছবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে অভিনেত্রীর।
তবে জন্মদিনে কি নবনীতা প্রাক্তন স্বামীকে ফোন করবেন? সেবিষয়ে নবনীতা বলেন, ফোন করবেন কিনা তা তিনি নিজেও ঠিক করে উঠতে পারেননি। তবে এটুকু তিনি জানেন, প্রাক্তন হলেও জিতুকে কিছু বলতে হলে তাঁর ভাবনা-চিন্তা করার প্রয়োজন নেই, সরাসরি ফোন করে নিতে পারেন।
তবে জিতুকে শুভেচ্ছা জানাতে ভোলেননি তাঁর প্রাক্তন স্ত্রী নবনীতা দাস। তাঁর কথায়, তিনি চান, জিতু যেন জীবনে অনেক উন্নতি করেন। পাশাপাশি জিতুর প্রতিবাদী সত্ত্বা নিয়েও যে তিনি ওয়াকিবহাল তা জানাতেও ভোলেননি নবনীতা। বলেন, জিতু যে প্রতিবাদী, তা তিনি একসঙ্গে থাকার সময়ই খুব ভালো করে বুঝেছিলেন।
প্রসঙ্গত, কলকাতায় আরজি কর কাণ্ডের পর থেকেই সোচ্চার হয়েছেন অভিনেতা জিতু কমল। বারবারই তাঁর সোশ্যাল মিডিয়ার পাতায় শোনা গিয়েছে প্রতিবাদের সুর। এমনকি শাসকদলকে আক্রমণ করতেও ছাড়েননি জিতু। এদিকে এই মুহূর্তে তাঁর প্রাক্তন নবনীতা দাস রয়েছেন রাজধানী দিল্লিতে।