বিচ্ছেদ হয়েছে আগেই, তবে তারপরেও বরবর প্রাক্তন সুস্মিতার পাশেই থেকেছেন রোহমান শল। সম্প্রতি সুস্মিতা সেনের হার্ট অ্যাটাকের পরও তাঁর পাশে ছিলেন রোমান। কয়েকদিন আগেই নানাবতী হাসপাতালে অভিনেত্রীকে চেকআপে নিয়ে যেতে দেখা গিয়েছিল রোমানকে। আর অ্যাঞ্জিওপ্লাস্টি হওয়ার ১৫দিন হওয়ার আগেই ল্যাকমে ফ্যাশান উইকের র্যাম্পে শো স্টপার হয়ে হেঁটেছেন সুস্মিতা, সেখানেও তাঁকে একা ছাড়েননি রোমান।
ল্যাকমে ফ্যাশান উইকের র্যাম্প ওয়াক শেষ করে ফেরার সময় সুস্মিতার পাশে পাশে থাকতে দেখা যায় রোহমানকে। এদিন রোমানকে কালো টি-শার্ট আর সাদা ব্লেজারে দেখা যায়। অসুস্থতা সত্ত্বেও অনুরাগীরা সুস্মিতার সঙ্গে ছবি তুলতে চাইলে তিনি তাঁদের ফিরিয়ে দেননি। হাসিমুখে ছবি তুলেছেন। এক অনুরাগী তাঁকে বলেন, 'আপনি ভীষণই শক্তপোক্ত, দৃঢ় একজন মানুষ।' উত্তরে প্রাক্তন মিস ইউনিভার্স তখন বলেন, ‘আমার সঙ্গে আসলে অনেক মানুষের আশীর্বাদ আছে’।
ল্যাকমে ফ্যাশন উইকের তৃতীয় দিনে ডিজাইনার অনুশ্রী রেড্ডির ডিজাইন করা হলুদ লেহেঙ্গায় র্যাম্পে হাঁটেন সুস্মিতা। প্রাক্তন মিস ইউনিভার্স, অভিনেত্রী সুস্মিতা ডিজাইনার অনুশ্রীর উদ্দেশ্যে বলেন, ‘আমি সত্যিই ভীষণ খুশি। অনুশ্রীকে ধন্যবাদ যে ও আমাকে শোস্টপার করার সাহস করেছে। মনে বেশিরভাগ মানুষেরই এমন হওয়া উচিত। এটা ভালো সময় নয়। আমি সমস্ত মহিলাদের উদ্দেশ্যে বলিছ...এযখন আমরা একে অপরের পাশে দাঁড়াই এবং সবচেয়ে কঠিন সময়েও সেরাটা বের করি, সেটা সুন্দর হয়। ’
সুস্মিতা সেন গত ২ মার্চ প্রথমবার সোশ্যাল মিডিয়ায় জানান দু'দিন আগেই তাঁর হার্ট অ্যাটাক হয়েছিল, অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে, স্টেন্ট বসেছে। আচমকা এমন খবরে সকলেই হতবাক হয়েছিলেন। সুস্মিতা জানান তাঁর প্রধান ধমনীগুলির একটির ৯৫ শতাংশ ব্লকেজ ছিল। তবে অ্যাঞ্জিওপ্লাস্টি হওয়ার ৭ দিন পর চিকিৎসকদের অনুমতি নিয়ে শরীরচর্চা শুরু করেন সুস্মিতা, আবার কাজেও ফিরেছেন তিনি।
অসুস্থতাকে ভুলে আবারও আগের রূপে সুস্মিতাকে এভাবে দেখে সকলেই বিস্মিত হয়েছেন! নেটিজেনদেরর কেউ লিখেছেন, ‘উনি উদাহরণ! অনুপ্রণিত হওয়া যায় ওঁকে দেখে…’। কারোর মন্তব্য, ‘উনি সবসময়ই মুগ্ধ করেন, ওঁর মধ্য়ে অদ্ভুত একটা শক্তি আছে, যা সত্যিই অবিশ্বাস্য,’ কারোর কথায়, ‘যেন দেবী, ওঁর জন্য কোনও শব্দই যথেষ্ঠ নয় ওঁর মুখের ওই হাসি যেন সামনে বসে থাকে সমস্ত হৃদয়ে ছড়িয়ে পড়ে।’