ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হিমাচলি টুপি মাথায় দেখা গেল। সেই ছবি ভাইরাল হতেই প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা রানাওয়াত। বুধবার প্রধানমন্ত্রী মোদী এবং ম্যাক্রোঁ যৌথভাবে ভারতের নতুন কনস্যুলেটের উদ্বোধন করেন।
হিমাচলি টুপি পরার জন্য প্রধানমন্ত্রী বন্দনা কঙ্গনার
বৃহস্পতিবার ফ্রান্সের মার্সেইতে ভারতীয় কনস্যুলেটের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী মোদী এবং ফরাসি রাষ্ট্রপতি ম্যাকারনের হাত ধরাধরি করে একটি ছবি পোস্ট করেছিলেন। সেখানে কালো রঙা পাফার জ্যাকেটে দেখা মিলেছে নরেন্দ্র মোদীর। তাঁর মাথায় ছিল হিমাচল প্রদেশের ঐতিহ্যশালী টুপি। ইনস্টাগ্রাম পোস্টে প্রধানমন্ত্রী মোদীকে ট্যাগ করে কঙ্গনা ক্যাপশনে লেখেন, ‘প্যারিসে হিমাচলি টোপির অভিষেক!’ হিমাচল প্রদেশের মেয়ে অভিনেত্রী, পাশাপাশি সেই রাজ্যের মাণ্ডির সাংসদ, স্বভাবতই খুশি তিনি।

কী পোশাক পরেছিলেন মোদী?
এদিকে, ফ্রান্স সফরের সময় প্রধানমন্ত্রী মোদী দেশের ঐতিহ্য ও পরম্পরা বজায় রেখেছিলেন। সিগনেচার কুর্তা পাজামাতেই দেখা মিলেছে তাঁর। তাঁর পরনে ছিল উলের কালো কুর্তার সঙ্গে ক্রিম রঙের চুড়িদার পাজামা প্যান্ট। কনকনে ঠাণ্ডার হাত থেকে বাঁচতে তিনি এটি একটি ধূসর জ্যাকেটেরও পরেছিলেন। এমব্রয়ডারি করা ক্রিম আর কালো শাল, লাল মাফলারের স্কার্ফ আর কালো বুটে ধরা দিয়েছেন মোদী। তিনি মাথায় লাল, নীল, সবুজ, সাদা এবং ধূসর রঙ সমন্বিত একটি এমব্রয়ডারি করা হিমাচলি টুপি পরেছিলেন।
মোদীর ফ্রান্স সফর
তিন দিনের ফ্রান্স সফরে গিয়েছেন মোদী। সে দেশের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সৌহার্দ্য ভাগ করে নেন মোদী, ভারত-ফ্রান্স দ্বিপাক্ষিক সম্পর্ক বরাবরই মজবুত, এই সফর আরও একবার সে কথাই বুঝিয়ে দিল। গত বুধবার, ফ্রান্সের মার্সেইতে ঢোলের তালে উষ্ণ এবং প্রাণবন্ত অভ্যর্থনা পেয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী।
'মোদী, মোদী' স্লোগানের মধ্যে গ্র্যান্ড অভ্যর্থনার পরে ভারতের প্রধানমন্ত্রীও মার্সেইতে বসবাসরত ভারতীয় বংশোদ্ভূতদের শুভেচ্ছা জানান এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি ফরাসী রাষ্ট্রপতির সঙ্গে মার্সেই শহরের ঐতিহাসিক মাজারগুয়েস সমাধিক্ষেত্রও পরিদর্শন করেন এবং বিশ্বযুদ্ধে আত্মবলিদানকারী ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানান। তেরঙ্গা রঙের পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
কঙ্গনার ইমার্জেন্সি
বক্স অফিসে কঙ্গনার শেষ ছবি ইমার্জেন্সি। দেশের জরুরি অবস্থার প্রেক্ষাপটে সাজানো এই ছবি সমালোচকদের প্রশংসা কুড়ালেও বক্স অফিসে সাড়া ফেলতে পুরোপুরি ব্যর্থ হয়। এই ছবিতে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা মিলেছে অভিনেত্রীর। এই ছবিতে শুধু অভিনয় নয়, পরিচালক ও প্রযোজকের ভূমিকাতেও পাওয়া গিয়েছে কঙ্গনাকে।